Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টুকরো খবর

কুসিং সিনড্রমে আক্রান্ত এক যুবকের চিকিৎসা করাতে গিয়ে বিপাকে পড়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতাল সূত্রেই জানা গিয়েছে, প্রায় ২৬০ কিলোগ্রাম ওজনের ওই যুবকের নাম বিনয় দত্ত। বাড়ি ধূপগুড়িতে।

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৫ ০২:২৬
Share: Save:

স্থূলকায় রোগী, বিপাকে হাসপাতাল
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

কুসিং সিনড্রমে আক্রান্ত এক যুবকের চিকিৎসা করাতে গিয়ে বিপাকে পড়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতাল সূত্রেই জানা গিয়েছে, প্রায় ২৬০ কিলোগ্রাম ওজনের ওই যুবকের নাম বিনয় দত্ত। বাড়ি ধূপগুড়িতে। তিনি এতটাই মোটা যে সিটিস্ক্যান বা এমআরআই যন্ত্রে যে জায়গা রয়েছে সেখানে তাঁকে শোয়ানো যাচ্ছে না। তাঁর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। হাসপাতালের সুপার সব্যসাচী দাস বলেন, ‘‘কুসিং সিনড্রমে ওই যুবক আক্রান্ত। দিন কয়েক আগে তাঁকে হাসপাতালে ভর্তি করান পরিবারের লোকেরা। তাঁর চিকিৎসা চলছে। তবে সিটি স্ক্যান বা এমআরআই যন্ত্রে তাকে শোয়ানো যাচ্ছে না। তাতে চিকিৎসার প্রয়োজনে বিভিন্ন পরীক্ষা করানোর ক্ষেত্রে সমস্যা হয়েছে।’’ চিকিৎসকদের একাংশ জানিয়েছেন, শরীর অস্বাভাবিক বড় হওয়ায় তাঁর খাওয়াদাওয়ার পরিমাণও বেশি। পরিবারের অবস্থা স্বচ্ছল নয়।

খাবার খেয়ে অসুস্থ
নিজস্ব সংবাদ্দাতা • হাইলাকান্দি

খাবার খেয়ে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের ৬ জন ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। তাদের হাইলাকান্দির হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ জানিয়েছে, ওই প্রতিষ্ঠানের ছাত্রাবাসে ২২ জন পড়ুয়া থাকে। শুক্রবার দুপুরে খাওয়ার পরই তারা অসুস্থ হয়। অনেকে বমি করতে থাকে। চিকিৎসকরা জানান, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার জেরে ঘটনাটি ঘটেছে। ওই শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জানিয়েছে, কী ভাবে ঘটনাটি ঘটল, তা দেখা হচ্ছে।

নেপালে সোয়াইন ফ্লু, মৃত ২১

এ বার নেপালেও সোয়াইন ফ্লু। মৃত্যু হয়েছে ২১ জনের। কাঠমান্ডু প্রশাসন সূত্রে খবর, শুধু শুক্রবারেই শহরে আরও তিন জন এইচ১এন১ ভাইরাসে মারা গিয়েছেন। জ্বর, মাথা ব্যথা এবং সর্দি-কাশি নিয়ে তাঁরা স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এখনও পর্যন্ত গোটা নেপাল জুড়ে প্রায় দু’হাজার মানুষ সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE