Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Astrological Predictions

আপনার কি ভোরবেলা জন্ম? সময় অনুযায়ী জেনে নিন জীবনে কোন সময় সবচেয়ে বেশি উন্নতি করবেন?

যাঁর যে সময়ে জন্ম সেই সময় বিচার করে বলে দেওয়া যায় তাঁর ভবিষ্যতের অনেকটা।জন্মছক মিলিয়ে দেখে নিন।

Your luck can be determined based on your birth timings.

—প্রতীকী ছবি।

 শ্রীমতী অপালা
কলকাতা শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪ ১৪:৫৭
Share: Save:

মানুষের জন্ম সময়ের উপর অনেকটা নির্ভর করে তাঁর জীবনযাত্রা কেমন হবে। যাঁর যে সময়ে জন্ম সেই সময় বিচার করে বলে দেওয়া যায় তাঁর ভবিষ্যতের অনেকটা। দেখে নেওয়া যাক জন্ম সময় অনুযায়ী জীবন কেমন কাটবে।

কোন সময়ে জন্ম হলে কী হয়

১) ভোর ৪টা থাকে ৬টার মধ্যে জন্ম হলে জাতক-জাতিকার প্রথম জীবন মোটামুটি ভাবে কাটে। তবে পরবর্তী জীবনে হঠাৎ করেই উন্নতি আসে।

২) সকাল ৬টা থেকে ৮টার মধ্যে জন্ম হলে জাতক-জাতিকা শিল্পগুন সম্পন্ন, ভাববাদী ও জেদী প্রকৃতির হয়ে থাকেন।

৩) সকাল ৮টা থেকে ১০টার মধ্যে জন্ম হলে জাতক-জাতিকা সরল, স্বচ্ছল ও সৃজনশীল হয়।

৪) সকাল ১০টা থেকে ১২টার মধ্যে জন্ম হলে জাতক-জাতিকার মনের ইচ্ছা পরিকল্পনা পূর্ণ হয়।

৫) দুপুর ১২টা থেকে ২টার মধ্যে জন্ম হলে জাতক-জাতিকা সরল প্রকৃতির হয়ে থাকে।

৬) দুপুর ২টা থেকে বিকেল ৪টার মধ্যে জন্ম হলে জাতক-জাতিকার জীবন খুব একটা সুখের হয় না। সারা জীবনেই তাঁরা রোগ ও দুর্ঘটনায় ভুগে থাকে।

৭) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে জন্ম হলে জাতক-জাতিকার জীবনে যে কোনও কাজই নির্বিঘ্ন ভাবে সম্পন্ন হন।

৮) সন্ধ্যা ৬টা থেকে রাত্রি ৮টার মধ্যে জন্ম হলে জাতক-জাতিকার জীবন হয় সহজ ও সরল। কোনও কাজই তাঁদের কাছে কঠিন হয় না।

৯) রাত্রি ৮টা থেকে ১০টার মধ্যে জন্ম হলে জাতক-জাতিকা শিল্পকলায় অনুরাগী হন।

১০) রাত্রি ১০টা থেকে ১২টার মধ্যে জন্ম হলে জাতক-জাতিকা পরিশ্রমী ও সৌভাগ্যশীল হয়ে থাকেন।

১১) রাত্রি ১২টা থেকে ২টার মধ্যে জন্ম হলে জাতক-জাতিকারা সৎ ভাবে জীবনযাপন করে থাকেন। প্রথম জীবন এঁদের মোটামুটি কাটলেও পরবর্তী জীবনে এরা প্রতিষ্ঠা লাভ করে। সাধারণত এঁরা লেখক, সাংবাদিক, ভাষ্যকার প্রভৃতি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে।

১২) রাত্রি ২টা থেকে ভোর ৪টার মধ্যে জন্ম হলে জাতক-জাতিকা সৌভাগ্যশালী ও বিত্তশালী হয়ে থাকেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE