Advertisement
১৮ মে ২০২৪

কেমন যাবে আগামী বছর? কী বলছে আপনার পার্সোনাল ইয়ার সংখ্যা (শেষ অংশ)

নয় বছরের চক্রে এই সময়টা নিজেকে গুটিয়ে এনে ধ্যান, মেডিটেশান, আধ্যাত্মিক ভাবে জীবনকে গড়ে তুলতে হবে।

অসীম সরকার
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

৭ পার্সোনাল ইয়ারের ২০১৯ কেমন যাবে- আপনাদের এই সময়ে বিশেষ ভাবে অন্তর্মুখী হতে হবে। নয় বছরের চক্রে এই সময়টা নিজেকে গুটিয়ে এনে ধ্যান, মেডিটেশান, আধ্যাত্মিক ভাবে জীবনকে গড়ে তুলতে হবে। প্রার্থনা করতে হবে, মনোনিবেশ করতে হবে, নিজের জন্য, নিজের অন্তরপুরুষের জন্য কিছুটা সময় দিতে হবে। মন ও শরীরকে দিব্য জীবনের উপযোগী করে গড়ে তুলতে হবে।

এই সময় দীক্ষা নেওয়ার আদর্শ সময়, প্রার্থনা করার সময়। এই সময়ে বাইরের সাফল্যের প্রতি অনেকের মোহ কেটে যায়। জাগতিক জীবনের মোহ থেকে সরে আধ্যাত্মিক জীবনের দিকে বেশি সময় ব্যয় করার চেষ্টা করতে হবে, কারণ সামনের তিন বছর জীবনে এমন অনেক কাজ করতে হবে, যখন নিজের অন্তরজীবনের প্রতি দৃষ্টি দেওয়ার সময় পাবেন না।

৮ পার্সোনাল ইয়ারের ২০১৯ কেমন যাবে- যাদের ২০১৯ সালে গণনা করে ৮-এর পার্সোনাল ইয়ার সংখ্যা পাওয়া যাবে, তাদের যা কিছু ফোকাস হবে কেরিয়ার তথা আর্থিক সাফল্যের উপর। গত বছর ৭-এর পার্সোনাল ইয়ারে আপনারা আর্থিক দিক থেকে কিছুটা বাধা পেয়েছেন। এটা স্বভাবিক। এ বার, মানে ২০১৯ সালে আপনাকে আর্থিক দিক থেকে ক্ষমতাবান করে তোলা হবে। আর্থিক সাফল্য কতটা আসবে সেটা নির্ভর করছে পূর্বের বছরগুলি কেমন ভাবে আপনারা নিজেদের জমিতে বীজ বুনেছেন, তার উপর। তবুও এই সময়ে আর্থিক ব্যাপারে, চাকরির ব্যাপারে, কর্মক্ষেত্রে পদোনন্নতির ব্যাপারে, ব্যবসায় লাভের ক্ষেত্রে আপনাদের সাফল্য অনেকটাই আসবে এই বিষয়ে, নিশ্চিত থাকুন।

আরও পড়ুন: কেমন যাবে আগামী বছর? কী বলছে আপনার পার্সোনাল ইয়ার সংখ্যা (প্রথম পর্ব)

এই সময়ে প্রকৃতি যে যোগাযোগগুলি আপনার জীবনে ঘটাবে, তার লক্ষ্য অর্থ। এই সময় স্বাস্থ্য খুব সমস্যা করে। চেষ্টা করতে হবে যেন শরীর খারাপ না হয়। তবে রোজগারে মন দিতে গিয়ে ভালবাসার সম্পর্কগুলি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে দিকে সজাগ দৃষ্টি দিতে হবে।

যারা কেরিয়ার গড়ার সুযোগ এখনও পাননি, তাদের ক্ষেত্রে এখন থেকে পরবর্তী পর পর তিনটি বছর খুব গুরুত্বপূর্ণ।

৯ পার্সোনাল ইয়ারের ২০১৯ কেমন যাবে- গত আট বছরে যা ঘটেছে তার সবটার সংক্ষিপ্ত প্রতিফলন ঘটে এই ৯-এর পার্সোনাল ইয়ারে। এই সময়ে খুব বড় ধরনের সাফল্য বা খুব বড় ধরনের হতাশা দুই ঘটে। এটা নির্ভর করে গত আটটা পার্সোনাল ইয়ার কেমন গিয়েছে তার উপর নির্ভর করে।

বস্তুত, ৯-এর বছর, মানুষের জীবনে একটা বড় ধরনের পরিবর্তন বা রূপান্তর আনে। সুযোগ দেয় জীবনকে বোঝার। প্রতি ৯ বছরের চক্রে ৯-এর পার্সোনাল ইয়ার কোনও ভাবেই খারাপ বা ভাল বছর, এই ভাবে বিচার করা যাবে না। এই সময়ে মানুষ যেমন ঘর বাঁধে, আবার সংসার ভেঙে ডিভোর্সও হয়। আবার ডিভোর্সের পর পুনরায় বিবাহও করে। এই সময় মানুষ চাকরি বা অন্য কোনও কারণে ভৌগলিক ভাবে স্থান পরিবর্তন করে।

গ্রাফিক: তিয়াসা দাস

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Personal Year Number Rashi Year
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE