Advertisement
২৯ এপ্রিল ২০২৪
Hyderabad Municipal Corporation

ডেপুটি মেয়রের পরে কংগ্রেসে কাউন্সিলরদের একাংশ, লোকসভার আগে হায়দরাবাদ পুরসভা দখল?

২০২০ সালের ডিসেম্বরে হায়দরাবাদ পুরসভার নির্বাচনে ১৫০টি ওয়ার্ডের মধ্যে ৫৬টিতে জিতে বৃহত্তম দল হিসেবে উঠে এসেছিল বিআরএস। ‘মিম’-এর সমর্থনে ক্ষমতাও দখল করেছিল।

হায়দরাবাদে দীপা দাশমুন্সীর সঙ্গে শ্রীলতা।

হায়দরাবাদে দীপা দাশমুন্সীর সঙ্গে শ্রীলতা। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪০
Share: Save:

ডেপুটি মেয়র শ্রীলতা শোভন রেড্ডিকে অনুসরণ করে হায়দরাবাদ পুরসভার আরও কয়েক জন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র কাউন্সিলর কংগ্রেসে যোগ দিতে চলেছেন। দলের একটি সূত্র জানাচ্ছে, বিজেপির কয়েক জন কাউন্সিলরও দল বদলানোর জন্য ‘যোগাযোগ’ শুরু করেছেন। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের আগেই তেলঙ্গানার রাজধানী শহরে ক্ষমতার হাতবদল হতে পারে বলে কংগ্রেসের ওই সূত্র জানাচ্ছে।

২০২০ সালের ডিসেম্বরে হায়দরাবাদ পুরসভার নির্বাচনে ১৫০টি ওয়ার্ডের মধ্যে ৫৬টিতে জিতে বৃহত্তম দল হিসাবে উঠে এসেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)। পরবর্তী সময়ে তা নাম বদলে হয় বিআরএস। চমকপ্রদ ভাবে ৪৮টিতে জিতে দ্বিতীয় দল হয়েছিল বিজেপি।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

তৃতীয় স্থান পেয়েছিল হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম)। তারা ৪৪টি ওয়ার্ডে জয়লাভ করে। তবে র‌্যাঙ্কিংয়ে নেমে এলেও, ২০১৫-র পুরভোটে পাওয়া আসনই ধরে রেখেছিল তারা। ২০১৫-র মতো কংগ্রেস দখল করেছিল ২টি ওয়ার্ড। ১টিতে জিতেছিল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর দল তেলুগু দেশম পার্টি (টিডিপি)।

গত ডিসেম্বরে বিধানসভা ভোটে কংগ্রেসের জয় এবং প্রভাবশালী নেতা রেবন্ত রেড্ডির মুখ্যমন্ত্রিত্ব লাভের পরে সে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। ইতিমধ্যেই ডেপুটি মেয়র শ্রীলতা-সহ বিজেপির এক এবং টিআরএসের সাত জন কাউন্সিলর রাহুল গান্ধী-মল্লিকার্জুন খড়্গের দলে যোগ দিয়েছেন। তালিকায় রয়েছেন প্রাক্তন মেয়র বান্থু রামমোহনও। শনিবার এআইসিসি পর্যবেক্ষক দীপা দাশমুন্সীর উপস্থিতিতে শ্রীলতার সঙ্গেই তাঁর স্বামী তথা হায়দরাবাদের প্রভাবশালী নেতা মোথে শোভন রেড্ডিও কংগ্রেসে শামিল হয়েছেন। তাঁরই নেতৃত্বে হায়দরাবাদে ‘পালাবদলের প্রক্রিয়া’ শুরু হয়েছে বলে সে রাজ্যের রাজনৈতিক সূত্রের খবর।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE