Advertisement
৩০ এপ্রিল ২০২৪
April Fool Day

ভিডিয়ো কলে আত্মহত্যা! বন্ধুকে ‘এপ্রিল ফুল’ করতে গিয়ে গলায় ফাঁস লেগে মরেই গেলেন তরুণ

সোমবার নিজের বাড়িতে ছিলেন অভিষেক। বন্ধুকে বোকা বানানোর জন্য পরিকল্পনা করেছিলেন তিনি। চেয়ারের উপর দাঁড়িয়ে তাঁর এক বন্ধুকে ভিডিয়ো কল করেছিলেন অভিষেক।

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ ১১:০৮
Share: Save:

এপ্রিল মাসের প্রথম দিন মানেই মানুষকে বোকা বানানোর দিন। ১ এপ্রিলে সারা দিন ধরে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং নিকটাত্মীয়দের ‘এপ্রিল ফুল’ বানান অনেকেই। কিন্তু বোকা বানাতে গিয়েই প্রাণ হারালেন এক তরুণ। সোমবার মধ্যপ্রদেশের ইনদওরের ঘটনা। বন্ধুকে ভিডিয়ো কল করে ‘এপ্রিল ফুল’ করতে গিয়ে মারা যান তিনি। মৃতের নাম অভিষেক রঘুবংশী (১৮)।

পিটিআই সূত্রে খবর, সোমবার নিজের বাড়িতে ছিলেন অভিষেক। বন্ধুকে বোকা বানানোর জন্য পরিকল্পনা করেছিলেন তিনি। চেয়ারের উপর দাঁড়িয়ে তাঁর এক বন্ধুকে ভিডিয়ো কল করেছিলেন অভিষেক। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টার অভিনয় করতে থাকেন তিনি। পুলিশ সূত্রে খবর, বন্ধুকে ভয় দেখানোর জন্য গলায় দড়ি দিয়ে ফাঁসও দিয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু অভিনয় করতে গিয়ে নিজেই বিপদে পড়লেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, আত্মহত্যার ‘নকল’ চেষ্টা করার সময় হঠাৎ অভিষেকের পায়ের তলা থেকে চেয়ারটি সরে যায়। সামলাতে না পেরে গলায় ফাঁস লেগে মৃত্যু হয় তাঁর। অভিষেকের বাবা পেশায় গাড়িচালক বলে জানিয়েছে পুলিশ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় তারা। তরুণের দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

April Fool Day Madhya Pradesh police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE