তুষার গাঁধী। —ফাইল চিত্র।
দীর্ঘ টানাপড়েনের পর শনিবার অযোধ্যা মামলার রায় শুনিয়েছে সুপ্রিম কোর্ট। তা নিয়ে এ বার অসন্তোষ প্রকাশ করলেন মহাত্মা গাঁধীর প্রপৌত্র তুষার গাঁধী। তাঁর দাবি, আজকের দিনে গাঁধী হত্যার বিচার হলে, খুনি নাথুরাম গডসেকেও দেশভক্ত বলে উল্লেখ করত সুপ্রিম কোর্ট।
অযোধ্যা মামলার রায় ঘোষণা নিয়ে দিনভর উত্তেজনা বজায় ছিল গোটা দেশে। রায় আসার পর এক দিকে রায়ের সমর্থনে যখন একে একে এগিয়ে আসছেন রাজনীতিকরা, ঠিক সেইসময়ই একের পর এক টুইটে ক্ষোভ উগড়ে দেন তুষার গাঁধী। প্রথমে তিনি লেখেন, ‘সুবিচার নয়, সব আসলে রাজনীতি।’
তার পরই গাঁধী হত্যার প্রসঙ্গ টেনে এনে লেখেন, ‘আজকের দিনে সুপ্রিম কোর্টে নতুন করে যদি গাঁধী হত্যা মামলার শুনানি শুরু হলে, নাথুরাম গডসেকেও খুনি কিন্তু দেশভক্ত বলে উল্লেখ করা হত।’
If the Gandhi Murder case was retried by the Supreme Court today, the verdict would have been Nathuram Godse is a Murderer but he is also a Desh Bhakt.
— Tushar (@TusharG) November 9, 2019
আরও পড়ুন: মসজিদ ধ্বংস বেআইনি ছিল, তবু জমি পেলেন রামলালা: কোন যুক্তিতে জেনে নিন
আরও পড়ুন: অযোধ্যা রায় ভারতের ইতিহাসের স্বর্ণিল অধ্যায়, বললেন মোদী
It would have been Justice if the SC had appointed one body to build both Mandir and Masjid in Ayodhya, a single body responsible for both.
— Tushar (@TusharG) November 9, 2019
অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায় যে একেবারেই তাঁর মনঃপুত হয়নি, তা-ও জানিয়ে দেন তুষার গাঁধী। টুইটারে তিনি লেখেন, ‘সুবিচার তখনই হত, যদি যে কোনও একটি সংগঠনের গড়ে তার হাতেই অযোধ্যায় মন্দির এবং মসজিদ নির্মাণের দায়িত্ব তুলে দিত সুপ্রিম কোর্ট।’ কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের রায় মেনে নেওয়া ছাড়া উপায় নেই বলেও মন্তব্য করেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy