Advertisement
০৬ মে ২০২৪
Madhya Pradesh

তিন তালাক দিয়েছেন স্বামী, নিকাহ্‌ হালালের নামে মহিলাকে ধর্ষণ তান্ত্রিকের

ওই মহিলাকে নিকাহ্‌ হালাল করার জন্য নিয়ে যান আশবাঘ এলাকায়। সেখানে ফ্ল্যাট রয়েছে আনোয়ারের।

নিকাহ্‌ হালালের নামে মহিলাকে ধর্ষণ করল তান্ত্রিক। গ্রাফিক- তিয়াসা দাস।

নিকাহ্‌ হালালের নামে মহিলাকে ধর্ষণ করল তান্ত্রিক। গ্রাফিক- তিয়াসা দাস।

সংবাদ সংস্থা
ভোপাল শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ ১৪:১৭
Share: Save:

স্বামী তিন তালাক দিয়েছিলেন আগেই। সেই বিচ্ছেদের পর আবার তাঁকে বিয়ে করবেন স্বামী। সে জন্য নিকাহ্‌ হালাল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে স্ত্রীকে। সেই নিকাহ্‌ হালালের নামে তিন তালাক পাওয়া ওই মহিলাকে ধর্ষণ করলেন এক তান্ত্রিক। গত বুধবার এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী ও তান্ত্রিককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশকে দেওয়া মহিলার বয়ান অনুযায়ী, দাম্পত্য কলহের জেরে গত ২৩ নভেম্বর তাঁকে তিন তালাক দিয়েছিলেন স্বামী। যা এখন ভারতে অবৈধ। কিন্তু কিছুদিন পর নিজের সিদ্ধান্ত বদলে তাঁকে ফের বিয়ে করার সিদ্ধান্ত নেন স্বামী। তখন ওই মহিলার ‘নিকাহি বাপ’ আনোয়ার বাবা জানান, মহিলা নিকাহ্‌ হালাল করলে তবেই ফের বিয়ে করতে পারবেন প্রথম স্বামীকে।

পুলিশ জানিয়েছে, তান্ত্রিক আনোয়ার বাবা ওই মহিলাকে নিকাহ্‌ হালাল করার জন্য নিয়ে যান আশবাঘ এলাকায়। সেখানে ফ্ল্যাট রয়েছে আনোয়ারের। সেই ফ্ল্যাটেই ওই মহিলাকে ধর্ষণ করেন ওই তান্ত্রিক। অত্যাচারিত হয়ে ওই মহিলা বাড়ি ফিরে এলে তাঁকে ঢুকতে দিতে অস্বীকার করেন তাঁর স্বামী। এর পরই পুলিশে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তান্ত্রিক ও স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: প্রি-ওয়েডিং ফটোশুট ভাইরাল হওয়ার পর কী বললেন এই সমকামী দম্পতি?

এ ব্যাপারে জাহাঙ্গিরাবাদের সিটি সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ আব্দুল আলিম খান বলেছেন, ‘‘ওই মহিলার স্বামীকে মুসলিম ওম্যান (প্রোটেকশন অব রাইটস অন ম্যারেজ) অ্যাক্টে ও আনোয়ার বাবাকে ধর্ষণের জন্য গ্রেফতার করা হয়েছে।’’

আরও পড়ুন: খালি হাতেই ২০ কেজির জ্যান্ত পাইথন ধরলেন নেভি অফিসারের স্ত্রী, দেখুন ভিডিয়ো

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Madhya Pradesh Rape Triple Talaq Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE