Advertisement
১২ জুন ২০২৪
Bihar

চিন, নেপাল, ইংল্যান্ডের মতো কাশ্মীরও ‘দেশ’! বিহারে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে শোরগোল

যে স্কুলের প্রশ্নপত্র নিয়ে বিতর্ক, সেই স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, বিহার এডুকেশন বোর্ড প্রশ্নপত্র তৈরি করেছে। আসলে পড়ুয়াদের কাছে জানতে চাওয়া হয়েছিল, ‘কাশ্মীরের বাসিন্দাদের কী বলা হয়?’

বিহারের প্রশ্নপত্র নিয়ে বিতর্ক।

বিহারের প্রশ্নপত্র নিয়ে বিতর্ক। ছবি: টুইটার

সংবাদ সংস্থা
পটনা শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২২ ১৪:০৯
Share: Save:

চিন, নেপাল, ইংল্যান্ডের সঙ্গে একই সারিতে কাশ্মীর! বিহারের একটি স্কুলে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সেখানে কাশ্মীরকে আলাদা দেশ হিসাবে দেখানো হয়েছে বলে অভিযোগ।

বিহারের কিষাণগঞ্জের একটি স্কুলে ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে বিতর্কিত ওই প্রশ্নটি রাখা হয়েছিল। সপ্তম শ্রেণির পরীক্ষায় পড়ুয়াদের কাছে জানতে চাওয়া হয়েছিল, নিম্নলিখিত দেশগুলির বাসিন্দাদের কী বলা হয়? সেই দেশের নামের তালিকায় ছিল চিন, ইংল্যান্ড, নেপাল, ভারত এবং কাশ্মীর। ভারত থেকে কাশ্মীরকে আলাদা করে দেখানো হয়েছে সেই প্রশ্নে। যা নিয়ে বিতর্কের সূত্রপাত।

প্রশ্নটিকে কেন্দ্র করে বিহার সরকারের সমালোচনায় শামিল হয়েছে বিজেপি। তাদের অভিযোগ, নীতীশ কুমার পরিচালিত সরকার তোষণের রাজনীতি করছে। স্থানীয় বিজেপি নেতা সুশান্ত গোপ বলেন, ‘‘মহাগঠবন্ধনের তোষণের রাজনীতিকে ইন্ধন দিতেই এই প্রশ্ন রাখা হয়েছে। শিশুদের সামনে কাশ্মীর এবং ভারতকে আলাদা করে দেখানো হচ্ছে। এটা আদৌ কোনও ভুল নয়। এটা আসলে নীতীশ কুমারের চক্রান্ত।’’

যে স্কুলের প্রশ্নপত্র নিয়ে বিতর্ক, সেই স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, বিহার এডুকেশন বোর্ডই প্রশ্নপত্র তৈরি করেছে। আসলে ওই প্রশ্নে পড়ুয়াদের কাছে জানতে চাওয়া হয়েছিল, ‘কাশ্মীরের বাসিন্দাদের কী বলা হয়?’ প্রশ্নটি ছাপতে ভুল হয়েছে বলে জানিয়েছেন ওই স্কুলের প্রধানশিক্ষক।

বস্তুত, কাশ্মীরকে কেন্দ্র করে এই ধরনের প্রশ্ন নতুন নয়। এর আগে ২০১৭ সালের একটি পরীক্ষাতেও অনুরূপ প্রশ্ন দেখা গিয়েছিল। এ প্রসঙ্গে অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) দলের নেতা শাহিদ রব্বানি বলেছেন, ‘‘যদি এটা ভুল করে হয়ে থাকে, অবিলম্বে সেই ভুল শুধরে নেওয়া দরকার। আর যদি ইচ্ছা করে এটা করা হয়ে থাকে, তবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। তবে সরকারের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। এতে রাজনীতির প্রসঙ্গ না টানাই ভাল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bihar Kashmir controversy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE