Advertisement
১৯ মে ২০২৪
Cyclone Amphan

আমপানের আগাম প্রস্তুতি, বিকেল চারটেয় উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, দিল্লিতে রাজ্যের রেসিডেন্ট কমিশনার কৃষ্ণ গুপ্তকে এই বৈঠকের বিষয়ে জানানো হয়েছে।

ঘুর্ণিঝড় 'আমপান' নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র

ঘুর্ণিঝড় 'আমপান' নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ মে ২০২০ ১৪:৪৫
Share: Save:

অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘আমপান’। বুধবারই পশ্চিমবঙ্গের উপকূলে তার আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় সংক্রান্ত পরিস্থিতি সামালানোর বিষয়ে পর্যালোচনা করতে সোমবার বিকেল চারটেয় বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, দিল্লিতে রাজ্যের রেসিডেন্ট কমিশনার কৃষ্ণ গুপ্তকে এই বৈঠকের বিষয়ে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর এই বৈঠকের বিষয়ে সোমবার সকালে টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, ‘‘দেশের বিভিন্ন প্রান্তে যে ঘুর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, তার পরিস্থিতি পর্যালোচনা করতে আজ বিকেল চারটেয় উচ্চ পর্যায়ের একটি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’’ স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিপর্যয় মোকাবিলা দফতরের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও রাজ্যের প্রতিনিধিরা থাকবেন কি না, সে বিষয়ে কিছু বলেননি তিনি।

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, দিল্লিতে রাজ্যের রেসিডেন্ট কমিশনারকে বৈঠকের বিষয়ে জানানো হয়েছে। যদিও তিনি উপস্থিত থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। নবান্নের তরফেও এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

ঘূর্ণিঝড় ‘ফণি’র প্রায় এক বছর পর ফের ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে রাজ্যে। তবে ফণি উপকূলে আছড়ে পড়েছিল ওড়িশায়। তার পর রাজ্যে আসায় তার শক্তি অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু ‘আমপান’ পশ্চিমবঙ্গের উপকূলেই আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। ফলে এ রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের তরফে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। উপকূলীয় এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরানোর কাজও শুরু করেছে রাজ্য প্রশাসন।

আরও পড়ুন: বেড়েই চলেছে গতি, বুধবার দুপুরে প্রবল বেগে আছড়ে পড়বে সুপার সাইক্লোন ‘আমপান’

আরও পড়ুন: দায়ী চিন? করোনা নিয়ে নিরপেক্ষ তদন্তে ভারত-সহ ৬২ দেশ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE