Advertisement
১৭ মে ২০২৪
ganga

Elephant in Ganga: ডুবে গিয়েছে শরীর, মাহুতকে নিয়ে বর্ষায় ফুলে ওঠা গঙ্গা পেরোচ্ছে হাতি! ভিডিয়ো প্রকাশ্যে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন কিলোমিটার দূরত্ব কমাতে হাতিটিকে নিয়ে গঙ্গা পার করার সিদ্ধান্ত নেন মাহুত।

গঙ্গা পার হচ্ছে হাতি। ছবি সৌজন্য টুইটার।

গঙ্গা পার হচ্ছে হাতি। ছবি সৌজন্য টুইটার।

সংবাদ সংস্থা
পটনা শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৬:৪৩
Share: Save:

বর্ষায় ফুলে ফেঁপে ওঠা গঙ্গায় একটি হাতিকে সাঁতরাতে দেখে হকচকিয়ে গিয়েছিলেন স্থানীয়রা। মাহুত পিঠে বসে আছেন, আর জলের প্রবল টানের সঙ্গে লড়াই করতে করতে এগিয়ে চলেছে গজরাজ।

এমন বিরল দৃশ্যের সাক্ষী থাকল বিহারের বৈশালী জেলার রাঘোপুর। ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাতিটি একেবারে মাঝগঙ্গায়। তার শরীরের প্রায় পুরোটাই জলের তলায়। মাহুত তাঁকে দিকনির্দেশ করছেন। আর সেই নির্দেশ মেনে হাতিটি নদীর জল কেটে এগিয়ে চলেছে।

একটা সময় এমন অবস্থা হয়েছিল যে, স্রোতের সঙ্গে লড়াই চালাতে চালাতে হাতিটি প্রায় ক্লান্ত হয়ে ডুবে যাচ্ছিল, কিন্তু সর্বশক্তি কাজে লাগিয়ে মাহুতকে নিয়ে নিরাপদেই ডাঙায় পৌঁছয় সে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন কিলোমিটার দূরত্ব কমাতে হাতিটিকে নিয়ে গঙ্গা পার করার সিদ্ধান্ত নেন মাহুত। এ ভাবে জীবনের ঝুঁকি নিয়ে ভরা গঙ্গায় পারাপার করার দৃশ্য দেখে অনেকেই শিউরে উঠেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ganga Bihar Swimming
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE