Advertisement
১৮ মে ২০২৪
National news

পোকেমন ধরতে গিয়ে দুর্ঘটনা মুম্বইয়ে

পোকেমন গো খেলার খেসারত ২০ হাজার টাকা! সোমবার সকালে মুম্বইয়ের রাজপথে একটি মার্সেডিজকে ধাক্কা মারে এক অটো। তবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৬ ১৩:৪৯
Share: Save:

পোকেমন গো খেলার খেসারত ২০ হাজার টাকা!

সোমবার সকালে মুম্বইয়ের রাজপথে একটি মার্সেডিজকে ধাক্কা মারে এক অটো। তবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে, অটোর ধাক্কায় মার্সিডিজটির প্রভুত ক্ষতি হয়েছে। তা মেরামতি করতে গিয়ে খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা। এখন নিজের ক্ষতিগ্রস্ত মার্সিডিজের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় পোকেমন গো খেলার বিরদ্ধে সচেতনতা প্রচার করছেন ওই গাড়ির চালক।

ঠিক কী হয়েছিল?

২৬ বছর বয়সী জাব্বির আলি পেশায় গাড়ি ব্যবসায়ী। ব্যবসার কাজ সেরে নিজের ভাইকে নিয়ে গাড়িতে তিনি বাড়ি ফিরছিলেন। মুম্বইয়ের কার্টার রোডে ট্রাফিক সিগন্যালে গাড়িটা কিছু ক্ষণ দাঁড়ায়। সে সময় পাশে বসে তাঁর ভাই একমনে পোকেমন গো খেলছিলেন। ভাইয়ের থেকে মোবাইল নিয়ে তিনিও খেলায় মত্ত হয়ে যান। সিগন্যাল যে ছেড়ে দিয়েছিল তা তাঁরা কেউই খেয়াল করেননি। একটি অটো তীব্র বেগে এসে মারসিডিজ গাড়িটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মেরে চলে যায়। হুঁশ ফেরে জাব্বিরের। তত ক্ষণে তাঁর প্রিয় গাড়ির বারোটা বেজে গিয়েছে। যা মেরামতি করাতে তাঁর কয়েক হাজার টাকা খরচ হয়।

আরও খবর: পোকেমন-এর নেশায় পালাল শিশু, পরে উদ্ধার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

accident pokemon go
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE