Advertisement
২১ মে ২০২৪
Celebrity Wedding

মন্দিরে বিয়ে সারলেন পাতিদার নেতা হার্দিক পটেল, পাত্রী ছোটবেলার বান্ধবী

ছোটবেলার বন্ধু কিঞ্জল পারিখকে বিয়ে করলেন পাতিদার নেতা হার্দিক পটেল। বেশি জাঁকজমক নয়। সামান্য কয়েক জনের উপস্থিতিতে সুরেন্দ্রনগরের একটি মন্দিরে কিঞ্জলের গলায় মালা পরান হার্দিক।

নিজস্ব প্রতিবেদন
আমদাবাদ শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ১৬:০৭
Share: Save:
০১ ০৮
ছোটবেলার বন্ধু কিঞ্জল পারিখকে বিয়ে করলেন পাতিদার নেতা হার্দিক পটেল। বেশি জাঁকজমক নয়। সামান্য কয়েক জনের উপস্থিতিতে সুরেন্দ্রনগরের একটি মন্দিরে কিঞ্জলের গলায় মালা পরান হার্দিক।

ছোটবেলার বন্ধু কিঞ্জল পারিখকে বিয়ে করলেন পাতিদার নেতা হার্দিক পটেল। বেশি জাঁকজমক নয়। সামান্য কয়েক জনের উপস্থিতিতে সুরেন্দ্রনগরের একটি মন্দিরে কিঞ্জলের গলায় মালা পরান হার্দিক।

০২ ০৮
সুরেন্দ্রনগরের মুলি তালুকায় দিগসার গ্রামের একটি মন্দিরে কিঞ্জলকে বিয়ে করেন হার্দিক। বিয়ে সে রকম জাঁকজমক ভাবে না হলেও আমদাবাদে রিসেপশন পার্টি হবে হার্দিক এবং কিঞ্জলের।

সুরেন্দ্রনগরের মুলি তালুকায় দিগসার গ্রামের একটি মন্দিরে কিঞ্জলকে বিয়ে করেন হার্দিক। বিয়ে সে রকম জাঁকজমক ভাবে না হলেও আমদাবাদে রিসেপশন পার্টি হবে হার্দিক এবং কিঞ্জলের।

০৩ ০৮
২০১৬ সালে হার্দিক যখন সুরাতের জেলে ছিলেন, সে সময়েই কিঞ্জলের সঙ্গে বাগদান পর্বের ঘোষণা করেছিলেন এই পাতিদার নেতা।

২০১৬ সালে হার্দিক যখন সুরাতের জেলে ছিলেন, সে সময়েই কিঞ্জলের সঙ্গে বাগদান পর্বের ঘোষণা করেছিলেন এই পাতিদার নেতা।

০৪ ০৮
সংবাদমাধ্যমের কাছে হার্দিক এক বার বলেছিলেন, নানান সময়ে তাঁর লড়াইয়ে পাশে পেয়েছেন বন্ধু কিঞ্জলকে।

সংবাদমাধ্যমের কাছে হার্দিক এক বার বলেছিলেন, নানান সময়ে তাঁর লড়াইয়ে পাশে পেয়েছেন বন্ধু কিঞ্জলকে।

০৭ ০৮
হার্দিকের বাবা ভরত পটেলের কথায়, ‘অনেক আগেই ওঁদের দু’জনের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু নানান কারণে পিছিয়ে দেওয়া হয় বিয়ের দিনক্ষণ।’

হার্দিকের বাবা ভরত পটেলের কথায়, ‘অনেক আগেই ওঁদের দু’জনের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু নানান কারণে পিছিয়ে দেওয়া হয় বিয়ের দিনক্ষণ।’

০৮ ০৮
দু’জনের পরিবার এক অপরকে বিগত ৩০ বছর ধরে চেনে বলেও জানিয়েছেন ভরত।

দু’জনের পরিবার এক অপরকে বিগত ৩০ বছর ধরে চেনে বলেও জানিয়েছেন ভরত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE