Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Advertisement

‘আমার মৃত্যুর শংসাপত্র হারিয়ে ফেলেছি!’ নজর কাড়ছে নিখোঁজের এই বিজ্ঞাপন

কী সেই বিজ্ঞাপন, যেটিকে ঘিরে এত কৌতূহল, আলোচনা, রসিকতা? আইপিএএস আধিকারিক রুপিন শর্মা তাঁর টুইটার হ্যান্ডলে সেই বিজ্ঞাপনের ছবি শেয়ার করেছেন।

এই সেই বিজ্ঞাপন। ছবি সৌজন্য টুইটার।

এই সেই বিজ্ঞাপন। ছবি সৌজন্য টুইটার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩৯
Share: Save:

মৃত্যুর শংসাপত্র নিয়ে এক অদ্ভুত বিজ্ঞাপন ঘিরে জোর চর্চা চলছে সমাজমাধ্যমে। অনেকে আবার এমন বিজ্ঞাপন দেখে ভ্রূ-ও কুঁচকোচ্ছেন। এ আবার কেমন বিজ্ঞাপন? কিন্তু এই বিজ্ঞাপনই এখন আলোচনার মধ্যমণি।

কী সেই বিজ্ঞাপন, যেটিকে ঘিরে এত কৌতূহল, আলোচনা, রসিকতা? আইপিএএস আধিকারিক রুপিন শর্মা তাঁর টুইটার হ্যান্ডলে সেই বিজ্ঞাপনের ছবি শেয়ার করেছেন। সেই বিজ্ঞাপনে রঞ্জিতকুমার এক বিজ্ঞাপনদাতা লিখেছেন, ‘গত ০৭/০৯/২২ তারিখে লামডিং বাজারে আমার মৃত্যুর শংসাপত্র হারিয়ে ফেলেছি। সময় আন্দাজ সকাল ১০টা। রেজিস্ট্রেশন নম্বর:৯৩/১৮। এসএল নং: ০০৬৮১৩২।’

খবরের কাগজে নিখোঁজের নানা রকম বিজ্ঞাপন দেখা যায়। কিন্তু এমন অদ্ভুত বিজ্ঞাপন আগে কখনও কেউ দেখেছেন? বিজ্ঞাপনটি সমাজমাধ্যমে ছড়াতেই নানা রকম মজার মজার মন্তব্যও উঠে এসেছে। কেউ বলেছেন, ‘বিজ্ঞাপনদাতা কি স্বর্গ থেকে বিজ্ঞাপনটি লিখেছেন?’ কেউ আবার লিখেছেন, ‘আচ্ছা, শংসাপত্রটা যদি খুঁজে পাই, তা হলে কোন ঠিকানায় পাঠাব, স্বর্গ না নরক?’

এক টুইটার গ্রাহক আবার লিখেছেন, ‘এটি অ্যাড-ভূত!’ আবার এক জন বলেছেন, ‘দয়া করে শংসাপত্রটি পেলেও দেরি করবেন না যেন! না হলে ভূত রেগে যাবে।’

তবে একাংশ আবার বলছেন, নিছকই নজর কাড়ার জন্য এ ধরনের বিজ্ঞাপনের আয়োজন। সে যা-ই হোক না কেন, এই অদ্ভুত বিজ্ঞাপন কিন্তু নেটিজেনদের মধ্যে একটা শোরগোল ফেলে দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Advertisement death certificate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE