Advertisement
১৭ মে ২০২৪

অনলাইনে ভোটের খরচ তুলবেন চানু

তাঁর লড়াই মানুষের দাবি আদায়ের জন্য। তাই ভোটে লড়াইয়ের খরচ তুলতে জনতার কাছেই হাত পাতবেন ইরম শর্মিলা চানু। তিনি জানিয়েছেন— নগদ নয়, স্বচ্ছতা বজায় রাখতে ‘দান’ নেবেন অনলাইনে। অর্থ স‌ংগ্রহের জন্য এক বিদেশি অনুদান সংগ্রহকারী সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে চানুর দল।

রাজীবাক্ষ রক্ষিত
গুয়াহাটি শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৭ ০৩:২৮
Share: Save:

তাঁর লড়াই মানুষের দাবি আদায়ের জন্য। তাই ভোটে লড়াইয়ের খরচ তুলতে জনতার কাছেই হাত পাতবেন ইরম শর্মিলা চানু। তিনি জানিয়েছেন— নগদ নয়, স্বচ্ছতা বজায় রাখতে ‘দান’ নেবেন অনলাইনে। অর্থ স‌ংগ্রহের জন্য এক বিদেশি অনুদান সংগ্রহকারী সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে চানুর দল।

১৬ বছর ধরে অনশন চালানোর পরে গত অগস্টে খাবার মুখে তোলেন শর্মিলা। তাই প্রথমে বিরোধের মুখে পড়লেও, আফস্পা হটানোর জন্যই রাজনৈতিক আন্দোলনের নতুন পথ নিচ্ছেন— তা মানুষকে বোঝাতে পেরেছেন শর্মিলা। তৈরি হয়েছে তাঁর রাজনৈতিক দল— পিপলস রিসার্জেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স (পিআরজেএ)। নেত্রী জানিয়েছেন, সরাসরি মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহের মুখোমুখি লড়বেন। মুখ্যমন্ত্রীর কেন্দ্রেই প্রার্থী হবেন।

কিন্তু নির্বাচনী প্রচারের বিপুল অর্থ জোগাবে কে? শর্মিলা জানিয়েছেন, ভোটপ্রচারে গাড়ি নয়, তাঁদের বাহন হবে সাইকেল। কিন্তু তা-ও অনেক টাকা দরকার। শেষ পর্যন্ত অনলাইনে তহবিল জোগাড়ের পথে এগিয়েছেন তিনি। হাত মিলিয়েছেন এক বিদেশি অনুদান সংগ্রহকারী সংস্থার সঙ্গে।

পিআরজেএ আহ্বায়ক ইরেন্দ্র লেইচমবাম জানান, দলের ওয়েবসাইটে গিয়ে অর্থসাহায্য করা যাবে। অনুদান সংগ্রহকারী সংস্থা এই প্রথম কোনও রাজনৈতিক দলকে সাহায্য করছে। ইরেন্দ্রর বক্তব্য, ‘‘শর্মিলার লড়াই ভোটে জেতার জন্য নয়, সমাজ-বিপ্লব ঘটানোর জন্যই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Irom Chanu Sharmila Election Cost Guwahati
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE