Advertisement
১৯ মে ২০২৪

উরির জেরে শেয়ারে ধস

উরি হামলার পরে উত্তাপ বেড়েছে ভারত-পাক সম্পর্কে। সেই সঙ্গে বায়ুসেনার কিছু কাজকর্মে বৃহস্পতিবার যুদ্ধের আতঙ্ক ছড়াল পাকিস্তানে। পড়ল শেয়ার বাজার। ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা নিয়ে কয়েক দিন ধরেই জল্পনা চলছে পাকিস্তানে।

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৪৩
Share: Save:

উরি হামলার পরে উত্তাপ বেড়েছে ভারত-পাক সম্পর্কে। সেই সঙ্গে বায়ুসেনার কিছু কাজকর্মে বৃহস্পতিবার যুদ্ধের আতঙ্ক ছড়াল পাকিস্তানে। পড়ল শেয়ার বাজার। ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা নিয়ে কয়েক দিন ধরেই জল্পনা চলছে পাকিস্তানে। আজ উত্তর পাকিস্তানের আকাশে অসামরিক উড়ান বন্ধ করে দেয় ইসলামাবাদ। সেই সঙ্গে পাক বায়ুসেনার বেশ কিছু বিমানের ওড়াওড়ি নজরে পরে রাওয়ালপিন্ডি, পেশোয়ারের বাসিন্দাদের। কিছু বিমান একটি জাতীয় সড়কের উপরেও অবতরণ করে। এ নিয়ে প্রথমে কোনও মন্তব্য করেনি পাক সামরিক বাহিনী। গুজব রটে যায়, ভারতের সঙ্গে যুদ্ধের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে পাক বায়ুসেনা। এর পরেই ৫০০ পয়েন্ট পড়ে যায় করাচির শেয়ার বাজার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uri Share market
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE