Advertisement
১৬ মে ২০২৪
Bata

জুতোর সঙ্গে অতিরিক্ত ৩ টাকা কাগজের ব্যাগের দাম! ৯ হাজার টাকা গুনাগার দিল বাটা

বিষয়টি মন থেকে মেনে নিতে পারেননি দীনেশ প্রসাদ। সরাসরি ক্রেতা সুরক্ষা দফতরে অভিযোগ জানান।

কাগজের ব্যাগের টাকা নেওয়াতেই জরিমানা। —ফাইল চিত্র।

কাগজের ব্যাগের টাকা নেওয়াতেই জরিমানা। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
চণ্ডীগড় শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৯ ১৯:৪১
Share: Save:

জুতো কিনতে গিয়ে টাকা দিতে হচ্ছে ব্যাগের জন্যও। তা বলে সামান্য কাগজের একটি হাতব্যাগের জন্য ৩ টাকা! সহ্য হয়নি ক্রেতার। নালিশ ঠুকেছিলেন ক্রেতা সুরক্ষা দফতরে। ফলও মিলল হাতে নাতে। ত্রুটিপূর্ণ পরিষেবার জন্য ৯ হাজার টাকা জরিমানা দিতে হল ‘বাটা ইন্ডিয়া’-কে।

চণ্ডীগড়ের বাসিন্দা দীনেশ প্রসাদ রাতুরি গত ৫ ফেব্রুয়ারি সেক্টর ২২টি-তে অবস্থিত বাটা শোরুম থেকে একজোড়া জুতো কেনেন। জুতোর দাম ছিল ৩৯৯ টাকা। কিন্তু কাগজের ব্যাগের জন্য আরও তিন টাকা দিতে হয় তাঁকে।

বিষয়টি মন থেকে মেনে নিতে পারেননি দীনেশ প্রসাদ। সরাসরি ক্রেতা সুরক্ষা দফতরে অভিযোগ জানান। ব্যাগের জন্য দেওয়া বাড়তি তিন টাকা ফেরত চান তিনি। সেই সঙ্গে ক্ষতিপূরণও দাবি করেন। তাঁর যুক্তি ছিল, নিজেদের ব্র্যান্ডের নাম লেখা ব্যাগের জন্যই টাকা নিচ্ছে বাটা। গাঁটের কড়ি ফেলে খামোকা ওদের হয়ে প্রচার করবেন কেন মানুষ?

আরও পড়ুন: মোদীর কপ্টারে ‘রহস্যজনক’ ট্রাঙ্ক, নির্বাচন কমিশনে তদন্তের আর্জি কংগ্রেসের​

আরও পড়ুন: আপনি ফিনিশড্? সামান্য নীরবতা, তার পর ভেসে এল কণ্ঠ, রেকর্ডারটা অন করে নিন...​

শেষ পর্যন্ত দীনেশ প্রসাদের পক্ষেই রায় দেয় ক্রেতা সুরক্ষা দফতর। বলা হয়, জিনিস বিক্রি করার সময় তা বয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রাহককে ব্যাগ জোগানোর দায়িত্বও দোকানেরই। ব্যাগের জন্য নেওয়া বাড়তি তিন টাকা দীনেশ প্রসাদকে ফেরত দিতে হবে। আইনি প্রক্রিয়ার খরচ বাবদ দিতে হবে এক হাজার টাকা। মানসিক ভাবে হেনস্থা করার জন্য আরও তিন হাজার টাকা দিতে বলা হয়। পাশাপাশি, রাজ্য ক্রেতা সুরক্ষা দফতরে জমা দিতে বলা হয় পাঁচ হাজার টাকা।

কিন্তু দীনেশ প্রসাদ না হয় ক্রেতা সুরক্ষা দফতরে অভিযোগ জানিয়েছিলেন। সামান্য তিন টাকার জন্য অনেকেই এত ঝামেলা পোহাতে চান না। তাই ক্রেতা সুরক্ষা দফতরের নির্দেশ, কাগজের ব্যাগের জন্য কোনও গ্রাহকের কাছ থেকে টাকা নিতে পারবে না বাটা ইন্ডিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bata Consumer Forum Chandigarh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE