Advertisement
১৮ মে ২০২৪
IndiGo

IndiGo: অবতরণের সময় ইঞ্জিন থেকে ধোঁয়া, স্পাইস জেটের পরে এ বার ইন্ডিগোর বিমানে

বুধবার বিকেলে ছত্তীসগঢ়ের রায়পুর বিমানবন্দর থেকে মধ্যপ্রদেশের ইনদওরের আকাশে পৌঁছয় বেসরকারি বিমান পরিচালন সংস্থা ইন্ডিগোর একটি বিমান।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
গ্বালিয়র শেষ আপডেট: ০৬ জুলাই ২০২২ ১৮:২৩
Share: Save:

অবতরণের সময় বিপত্তির শিকার বিমান। বুধবার বিকেলে ছত্তীসগঢ়ের রায়পুর বিমানবন্দর থেকে মধ্যপ্রদেশের ইনদওরের আকাশে পৌঁছয় বেসরকারি বিমান পরিচালন সংস্থা ইন্ডিগোর একটি বিমান। অবতরণের সময় বিমানের ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়।

শেষ পর্যন্ত বিমানটি নিরাপদেই অবতরণ করে। নীচ থেকে যাঁরা দেখেছেন, তাঁদের আশঙ্কা, ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার কারণেই এমন বিপত্তি দেখা দিতে পারে। বিমান চলাচল নিয়ামক সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন’ (ডিজিসিএ) সূত্রের খবর, দ্রুত কেবিনের ভিতরে ‘ধোঁয়ার উৎস’ চিহ্নিত করা সম্ভব হয়। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৮ দিনে আটটি উড়ানে গোলমালের ঘটনার জেরে দেশের আর এক বেসরকারি বিমান পরিবহণ সংস্থা স্পাইসজেটকে বুধবার কারণ দর্শানোর নোটিস দিয়েছে ডিজিসিএ। রেডার পরিচালনায় সমস্যা, বিমানে পাখির ধাক্কার পাশাপাশি গোলযোগের মধ্যে রয়েছে মাঝ আকাশে কেবিন থেকে কালো ধোঁয়া বেরনোর ঘটনাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IndiGo Indigo Flight ATC raipur Indore
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE