Advertisement
১৭ মে ২০২৪
Teacher

নিজেকে ‘ক্যাপ্টেন’ ভাবা ছেলেটি আজ সত্যিকারের ক্যাপ্টেন

সে দিনের সেই ছোট্ট রোহন এখন বিমান সংস্থার পাইলট। তাঁর চালানো বিমানেই যাত্রী হয়ে চড়লেন সেই শিক্ষিকা। তিন দশক পরও শিক্ষিকাকে চিনে নিলেন ক্যাপ্টেন রোহন।

ক্যাপ্টেন রোহনের সঙ্গে শিক্ষিকা। ছবি নিবেদিতা ভাসানির টুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত।

ক্যাপ্টেন রোহনের সঙ্গে শিক্ষিকা। ছবি নিবেদিতা ভাসানির টুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৯ ১৮:১৫
Share: Save:

মায়ের সঙ্গে ৩ বছর বয়সে স্কুলে ভর্তি হতে গিয়েছিলেন রোহন ভাসিন। স্কুলের শিক্ষিকা তাঁর নাম জিজ্ঞাসা করলে উত্তরে রোহন বলেছিল, ‘‘ক্যাপ্টেন রোহন ভাসিন।’’ এই ঘটনার পর ৩০ বছর কেটে গিয়েছে। সে দিনের সেই ছোট্ট রোহন এখন বিমান সংস্থার পাইলট। তাঁর চালানো বিমানেই যাত্রী হয়ে চড়লেন সেই শিক্ষিকা। তিন দশক পরও শিক্ষিকাকে চিনে নিলেন ক্যাপ্টেন রোহন।

রোহনের ওই স্কুল শিক্ষিকা চিকাগো যাবেন বলে চেপেছিলেন বিমানে। বিমান যাত্রার সময় ক্যাপ্টেনের নাম শুনে তিনি জানতে পারলেন বিমানচালক হলেন ৩০ বছর আগের তাঁর সেই ছাত্র রোহন। যে স্কুলে ভর্তি হতে এসে নিজেকে ক্যাপ্টেন বলে পরিচয় দিয়েছিলেন। ‘ক্যাপ্টেন’ হতে চাওয়া সে দিনের ছোট ছেলেটি আজ সত্যিকারের ক্যাপ্টেন হয়ে তাঁর সামনে দাঁড়িয়ে। তিনি বিমান সেবিকাদের অনুরোধ করলেন ক্যাপ্টেনের সঙ্গে দেখা করার জন্য। শিক্ষিকার অনুরোধ শুনে দেখা করতে এলেন রোহন। তাঁকে দেখেই আনন্দে বিহ্বল হয়ে পড়েন ওই শিক্ষিকা। এত দিন পর দেখা হওয়ায় নিজের ছাত্রের সঙ্গে ছবিও তোলেন তিনি।

শিক্ষিকা-ছাত্রের এই সাক্ষাতের খবর টুইট করে জানিয়েছেন রোহন ভাসিনের মা নিবেদিতা ভাসিন। তিনি ক্যাপ্টেন রোহনের সঙ্গে শিক্ষিকার বিমানে ওঠার ছবি শেয়ার করেছেন নিজের টুইটার হ্যান্ডল থেকে। এই ঘটনার কথাও জানিয়েছেন তিনি। সঙ্গে পোস্ট করেছেন ওই শিক্ষিকার সঙ্গে রোহনের ছোটবেলার ছবি।

এয়ার ইন্ডিয়ার প্রাক্তন পাইলট নিবেদিতার এই পোস্ট ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। প্রচুর মানুষ লাইক ও কমেন্ট করেছেন সেই পোস্টে।

আরও পড়ুন: ছুটিতে বাড়ি না গিয়ে শ্রীনগরে স্কোয়াড্রনে যোগ দিয়েছেন অভিনন্দন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pailot Captain Teacher Student
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE