Advertisement
১০ মে ২০২৪

টুকরো খবর

মার্কিন কর্তাদের সঙ্গে একটি নতুন নিরাপত্তা চুক্তি সই করল আফগান সরকার। ২০১৪ সালের পরেও যাতে আফগানিস্তানে মার্কিন বাহিনী থাকতে পারে, তার জন্যই এই চুক্তি। আফগানিস্তানের নবনিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানিফ আতমার ওই চুক্তি সই করেন। এর আগের প্রেসিডেন্ট হামিদ কারজাই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি সইয়ের বিরুদ্ধে ছিলেন।

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৪ ০২:৪২
Share: Save:

নিরাপত্তা চুক্তি সই

সংবাদ সংস্থা • কাবুল

মার্কিন কর্তাদের সঙ্গে একটি নতুন নিরাপত্তা চুক্তি সই করল আফগান সরকার। ২০১৪ সালের পরেও যাতে আফগানিস্তানে মার্কিন বাহিনী থাকতে পারে, তার জন্যই এই চুক্তি। আফগানিস্তানের নবনিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানিফ আতমার ওই চুক্তি সই করেন। এর আগের প্রেসিডেন্ট হামিদ কারজাই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি সইয়ের বিরুদ্ধে ছিলেন। ২০১৪ সালের শেষে বেশির ভাগ ন্যাটো সেনার আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার কথা। তার পরেও ৯৮০০ সেনা আফগানিস্তানে থেকে যাবেন। আগামী বছরের শুরুতে আফগানিস্তানে বিদেশী সেনার সংখ্যা হওয়ার কথা ১২৫০০।

মৃত ২৫ যাত্রী

সংবাদ সংস্থা • কাঠমান্ডু

পাহাড়ি রাস্তায় যাত্রিবোঝাই বাস উল্টে মারা গেলেন ২৫ জন। আহত অন্তত ৪০। সোমবার পশ্চিম নেপালের ঘটনা। পুলিশ সূত্রের খবর, বাসে প্রায় ১০০ যাত্রী ছিলেন। দশেরা উপলক্ষে সকলেই বাড়ি ফিরছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে আরও মৃতদেহ উদ্ধারের আশঙ্কা করছে প্রশাসন। আহতদের অনেকেরই অবস্থা গুরুতর।

৬৮ জনের কারাদণ্ড

সংবাদ সংস্থা • কায়রো

৬৮ জন মুসলিম ব্রাদারহুড সমর্থককে মঙ্গলবার কারাদণ্ডের নির্দেশ দিল মিশরের এক আদালত। আদালত সূত্রে খবর, এক বছর আগে যখন প্রেসিডেন্ট মুহম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হন, সেই সময় হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছিল ওই ৬৮ জনের বিরুদ্ধে। ২০১৩ সালের ৬ অক্টোবর মিশর জুড়ে মুরসির সমর্থক এবং বিরোধীদের মধ্যে যখন গোলমাল বাধে, তখন পঞ্চাশেরও বেশি মানুষের প্রাণহানি হয়। তিরিশ জনকে খুনের অভিযোগ ওঠে এই ৬৮ জনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে ৬৩ জনকে পনেরো বছরের কারাদণ্ডর নির্দেশ দিয়েছেন বিচারক। বাকিদের দশ বছরের।

যাত্রাপথেই মৃত্যু

সংবাদ সংস্থা • জেনিভা

কাজের সন্ধানে ভিন্ দেশে পাড়ি দিতে গিয়ে আদতে মৃত্যুকেই ডেকে আনছেন শ্রমিকরা। মূলত সাগর ও মরুভূমি পেরোতে গিয়েই এই পরিণতি। এ ভাবে ২০০০ সাল থেকে এখনও পর্যন্ত ৪০ হাজার মানুষ যাত্রাপথেই প্রাণ হারিয়েছেন সারা পৃথিবীতে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের একটি রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে।

প্রতিবাদী বার্তায় ছেয়ে গিয়েছে দেওয়াল। মঙ্গলবার হংকংয়ের রাস্তায়। ছবি: এএফপি

ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরের দুর্গা প্রতিমা। নিজস্ব চিত্র

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE