Advertisement
২৬ এপ্রিল ২০২৪
তিন দেশে ধৃত ৯

প্যারিসের জঙ্গিই বোমা বানিয়েছিল ব্রাসেলসে

সাবওয়ে থেকে বেরিয়ে আসছে একটা লোক। পিঠে ব্যাগ। হাতে মেশিনগান। মুহূর্তে তাকে ঘিরে ফেলে পুলিশ। আত্মসমর্পণ করার নির্দেশ দেয়। তবু পালানোর চেষ্টা করছিল সে। পুলিশ তার পায়ে গুলি করে। তার পরেই শোনা যায় দু’টি বিস্ফোরণের শব্দ। খুব কাছ থেকেই।

শতাধিক আহতের মধ্যে ছিলেন জেট এয়ারওয়েজের দুই ভারতীয় কর্মীও। ছবি সংগৃহীত।

শতাধিক আহতের মধ্যে ছিলেন জেট এয়ারওয়েজের দুই ভারতীয় কর্মীও। ছবি সংগৃহীত।

সংবাদ সংস্থা
ব্রাসেলস শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৬ ০৩:২৬
Share: Save:

সাবওয়ে থেকে বেরিয়ে আসছে একটা লোক। পিঠে ব্যাগ। হাতে মেশিনগান। মুহূর্তে তাকে ঘিরে ফেলে পুলিশ। আত্মসমর্পণ করার নির্দেশ দেয়। তবু পালানোর চেষ্টা করছিল সে। পুলিশ তার পায়ে গুলি করে। তার পরেই শোনা যায় দু’টি বিস্ফোরণের শব্দ। খুব কাছ থেকেই।

বিমানবন্দর ও মেট্রো স্টেশনে হামলায় চার দিনের মাথায় নতুন করে গোলাগুলি ও বিস্ফোরণের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ব্রাসেলসে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ব্রাসেলসের শহরতলি শায়েরবিকে হানা দিয়ে সাত জঙ্গিকে ধরেছে পুলিশ। তদন্তের খাতিরে তাদের নাম-পরিচয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে প্রশাসন। তবে গোয়েন্দারা জানিয়েছেন, ব্রাসেলসে আত্মঘাতী বিস্ফোরণে নিহত এক জঙ্গি— নাজিম লাছরাউই-ই প্যারিস ও ব্রাসেলস, দু’টো হামলাতেই বিস্ফোরক বানিয়েছিল বলে স্পষ্ট প্রমাণ পেয়েছেন তাঁরা।

মঙ্গলবারের হামলায় ৩১ জনের মৃত্যুর পরে প্রাথমিক তল্লাশিতে এই শায়েরবিক এলাকার একটি বাড়ি থেকেই বিস্ফোরক তৈরির প্রচুর সরঞ্জাম পেয়েছিলেন গোয়েন্দারা। ফলে প্রথম থেকেই পুলিশের নজরে ছিল এই শহরতলি। আজ বন্দুক হাতে যে সন্দেহভাজনকে পায়ে গুলি করে গ্রেফতার করা হয়েছে, পুলিশের দাবি সে ফ্রান্সে নতুন হামলার ছক করছিল।

এ দিন ফরাসি পুলিশের হাতেও এক জন ধরা পড়েছে। সংবাদমাধ্যম জানাচ্ছে, ধৃতের নাম রিডা ক্রিকেট। ফ্রান্সে নতুন জঙ্গি হানার ঘুঁটি সাজাচ্ছিল সে। যোগ ছিল প্যারিস হামলাতেও। সিরিয়ায় আইএস জঙ্গি নিয়োগের অভিযোগে আগে থেকেই পুলিশের খাতায় নাম ছিল তার। ব্রাসেলস বিস্ফোরণে জড়িত সন্দেহে জার্মানির গ্রিজেন শহর থেকেও এ দিন আটক করা হয় এক জনকে।

তবে জোরদার তল্লাশি সত্ত্বেও এখনও ব্রাসেলস হামলায় সরাসরি জড়িত আরও দুই জঙ্গির সন্ধান মেলেনি। পুলিশ জানিয়েছে, হামলার দিন এই দু’জনের মধ্যে এক জন ছিল জাভেন্তেম বিমানবন্দরে। অন্য জন মালবিক স্টেশনে। আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন তিন জঙ্গি— খালিদ এল বাকরাউই, ইব্রাহিম এল বাকরাউই এবং নাজিম লাছরাউইয়ের পরিচয় জানতে পারলেও বাকি দুই জঙ্গির পরিচয় এবং অবস্থান নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনও। ‘নিখোঁজ’ এই দু’জনই আপাতত ঘুম কেড়েছে বেলজিয়াম প্রশাসনের।

হামলার চার দিন পরে ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে নিহতদের পরিচয়। পুলিশ জানিয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন দু’জন মার্কিন, তিন জন ডাচ, এক জন ব্রিটিশ ও এক জন চিনা নাগরিক। মস্কো থেকে ফেরার পথে এ দিন ব্রাসেলসে নামেন মার্কিন বিদেশসচিব জন কেরি। প্রধানমন্ত্রী চার্লস মিশেলের সঙ্গে বৈঠকও করেন তিনি। কেরি বলেন, ‘‘দুঃসময়ে বেলজিয়ামের পাশেই রয়েছে আমেরিকা। সন্ত্রাস থামাতে ও দোষীদের শাস্তি দিতে সহযোগিতা করবে ওয়াশিংটন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE