Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সংযত হোন, বেজিং থেকে ফোন ট্রাম্পকে

চিন পদক্ষেপ না করলে উত্তর কোরিয়াকে একাই দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দফায় দফায় তোপ দেগে চলেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন-ও। সব মিলিয়ে কার্যত যখন যুদ্ধ পরিস্থিতি, হোয়াইট হাউসে তখন ফোনটা গেল সেই বেজিং থেকেই।

দূর-বার্তা: ওভাল অফিস থেকে নজর মহাকাশে। ভিডিও কনফারেন্সে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে সোমবার নাসার কম্যান্ডার পেগি হুইটসন এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার জ্যাক ফিশারের সঙ্গে কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ব্যক্তিগত সহকারী হিসেবে পাশে রয়েছেন কন্যা ইভাঙ্কাও। রয়টার্স

দূর-বার্তা: ওভাল অফিস থেকে নজর মহাকাশে। ভিডিও কনফারেন্সে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে সোমবার নাসার কম্যান্ডার পেগি হুইটসন এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার জ্যাক ফিশারের সঙ্গে কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ব্যক্তিগত সহকারী হিসেবে পাশে রয়েছেন কন্যা ইভাঙ্কাও। রয়টার্স

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৭ ০৩:০৫
Share: Save:

চিন পদক্ষেপ না করলে উত্তর কোরিয়াকে একাই দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দফায় দফায় তোপ দেগে চলেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন-ও। সব মিলিয়ে কার্যত যখন যুদ্ধ পরিস্থিতি, হোয়াইট হাউসে তখন ফোনটা গেল সেই বেজিং থেকেই। উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমেরিকাকে আজ সংযত হওয়ার আর্জি জানালেন চিনা প্রেসিডেন্ট শি চিনফিং। যুদ্ধ এড়াতে চিনফিং সমঝে চলার পরামর্শ দিলেন জাপান এবং দুই কোরিয়া-সহ সব পক্ষকেই।

কিন্তু পারদ নামছে কই! বরং সূত্রের খবর, ফিলিপিন সাগরে কাল থেকেই মহড়ায় নেমেছে ট্রাম্পের নৌসেনা। জাপানের দু’-দু’খানা ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ এসে যোগ দিয়েছে মার্কিন স্ট্রাইক গ্রুপে। দুদ্দাড় গতিতে এগিয়ে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কার্ল ভিনসন। গন্তব্য উত্তর কোরিয়া। মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের দাবি, দিন কয়েকের মধ্যেই জাপান সাগর হয়ে কোরীয় জলসীমায় ঢুকে পড়বে মার্কিন নৌবহরের নেতৃত্বে থাকা কার্ল ভিনসন। সেই যুদ্ধজাহাজ, গত কালই যেটিকে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন উত্তর কোরীয় শাসক।

তা হলে কি যুদ্ধই শেষ কথা? অস্ট্রেলিয়া সফরে গিয়ে পেন্স কিন্তু শান্তিপূর্ণ সমাধানের ইঙ্গিতও দেন। প্রাথমিক জড়তা কাটিয়ে কিমকে ঠেকাতে চিন যে ভাবে এগোচ্ছে তারও প্রশংসা করেন। তা হলে নতুন করে মহড়া কেন? সিঁদুরে মেঘ দেখাচ্ছে আগামী কাল, মঙ্গলবার। এ দিনই ‘কোরিয়ান পিপলস আর্মি’-র ৮৫তম প্রতিষ্ঠা দিবস। এমন সব দিনে এর আগে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে শক্তি জাহির করেছে উত্তর কোরিয়া। নিষেধাজ্ঞা উড়িয়ে চালিয়েছে পরমাণু অস্ত্র পরীক্ষাও। পেন্টাগনের আশঙ্কা, এ বারও তেমন কিছু হতে পারে। আর তাই আগাম গা-গরম করে রাখছে মার্কিন স্ট্রাইক গ্রুপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Donald Trump China
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE