Advertisement
০১ মে ২০২৪

ডেবি-তাণ্ডবে আতঙ্ক উত্তর অস্ট্রেলিয়ায়

ঘূর্ণিঝড় ডেবির কবলে জেরবার উত্তর-পূর্ব অস্ট্রেলিয়া। মঙ্গলবার ঘণ্টায় প্রায় ১৬০ মাইল বেগে ঝড় আছড়ে পড়েছে উপকূলবর্তী এলাকায়। প্রায় দশ হাজার মানুষকে ঘর-বাড়ি ছেড়ে পালাতে হয়েছে। বাওয়েন, উইটসানডে, ম্যাকায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন।

সংবাদ সংস্থা
সিডনি শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ০২:২৫
Share: Save:

ঘূর্ণিঝড় ডেবির কবলে জেরবার উত্তর-পূর্ব অস্ট্রেলিয়া। মঙ্গলবার ঘণ্টায় প্রায় ১৬০ মাইল বেগে ঝড় আছড়ে পড়েছে উপকূলবর্তী এলাকায়। প্রায় দশ হাজার মানুষকে ঘর-বাড়ি ছেড়ে পালাতে হয়েছে। বাওয়েন, উইটসানডে, ম্যাকায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন। প্রসারপাইনে বাড়ির দেওয়াল ভেঙে পড়ায় গুরুতর আহত ১। মৃত্যুর কোনও খবর নেই।

স্থানীয় সময় দুপুর একটা নাগাদ এয়ারলি সৈকতের কাছে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ডেবি। তার পর মূল ভূখণ্ডের দিকে এগোতে থাকে। সন্ধ্যায় শক্তি হারায় সে। তবে রাতে কলিন্সভিলেও ঝড় আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কুইন্সল্যান্ডের প্রিমিয়ার আনাস্টাসিয়া পালাজুক বলেন, ‘‘ক্ষয়-ক্ষতির বিস্তৃতি বোঝা কষ্টকর। বিদ্যুৎ সংযোগ না থাকায় বিপর্যস্ত জায়গায় পৌঁছতে পারেনি উদ্ধারকারী বাহিনী।’’ প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেন, কুইন্সল্যান্ডে পরিস্থিতি খারাপ হচ্ছে। দুর্গতদের সাহায্যে ১০০০ আধিকারিক মোতায়েন করা হয়েছে। যাঁদের জীবন বিমা আছে, তাঁদের সাহায্যে অস্ট্রেলিয়ার ইনসওরেন্স কাউন্সিল একটি হটলাইন খুলেছে।

আরও পড়ুন: মর্মাহত খালিদের পরিবার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Debbie cyclone Australia Malcolm Turnbull
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE