Advertisement
২৬ এপ্রিল ২০২৪
ISIS

শিশু কোলে মহিলার আত্মঘাতী বিস্ফোরণ! এটা ঠিক আগের মুহূর্তের ছবি

মহিলা কোলের শিশুটিকে নিয়ে বেশ কিছু পথ নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে হেঁটে আসেন। বিস্ফোরণ ঘটানার জন্য যেখানে সেনা জমায়েত বেশি, এমন জায়গাকেই বেছে নেন মহিলা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ইরাকি সেনাদের জমায়েতে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা ছিল মহিলার। কিন্তু, তাতে সফল হয়নি সে। একটু দূরে চলে যাওয়ার পর ঘটে বিস্ফোরণ।

শিশু কোলে হেঁটে চলেছেন মহিলা জঙ্গি। ছবি: ইরাকের সরকারি চ্যানেল আল-মাওয়াসলেয়ারের সৌজন্যে।

শিশু কোলে হেঁটে চলেছেন মহিলা জঙ্গি। ছবি: ইরাকের সরকারি চ্যানেল আল-মাওয়াসলেয়ারের সৌজন্যে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৭ ১৮:০৩
Share: Save:

চারদিকে নিরাপত্তা রক্ষীদের কঠোর নজরদারি। তারই মাঝখান দিয়ে শিশু কোলে হেঁটে চলেছেন বোরখা পড়া এক মহিলা। তাঁর দু’ হাতে ধরা দুটো ব্যাগ। আর হিজাবের মধ্যে লুকোনা বিস্ফোরক। ডান হাতে বিস্ফোরণ ঘটানোর জন্য ডিটোনেটর। কিছু সময় বাদে শিশুটিকে কোলে নিয়ে, ওই ডিটোনেটরের সাহায্যে বিস্ফোরণ ঘটান মহিলা। মুহূর্তে ছিন্নভিন্ন হয়ে যায় সব কিছু।

এ ছবি মসুলের আইএস দখল মুক্ত এলাকার। সম্প্রতি ইরাকের সরকারি চ্যানেল আল-মাওয়াসলেয়ারের ক্যামেরায় ধরা পড়েছে এই রোমহর্ষক ছবিটি। গতকাল, শনিবার এই ছবি প্রকাশ করে চ্যানেলটি।

ছবিতে দেখা যাচ্ছে— ওই মহিলা কোলের শিশুটিকে নিয়ে বেশ কিছু পথ নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে হেঁটে আসেন। বিস্ফোরণ ঘটানার জন্য যেখানে সেনা জমায়েত বেশি, এমন জায়গাকেই বেছে নেন মহিলা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ইরাকি সেনাদের জমায়েতে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা ছিল মহিলার। কিন্তু, তাতে সফল হয়নি সে। একটু দূরে চলে যাওয়ার পর ঘটে বিস্ফোরণ। ফলে ওই মহিলা আর তার কোলে থাকা শিশু ছাড়া আর কারও মৃত্যু হয়নি। দু’জন নিরাপত্তা রক্ষী এবং কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছেন।

এর আগেও একাধিকবার বিস্ফোরণ ঘটানোর কাজে মহিলাদের ব্যবহার করেছে আইএস জঙ্গিরা। কিন্তু, শিশুকে কোলে নিয়ে এ ভাবে বিস্ফোরণের ছবি সম্ভবত এই প্রথমবার সামনে এল। কোলের শিশুটি ওই মহিলার নিজের বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: টুইটারে মালালার প্রথম পোস্ট, ২২ ঘণ্টায় অনুগামী ৪ লক্ষ

এখানেই শেষ নয়। নিরাপত্তা বাহিনীকে উদ্ধৃত করে চ্যানেলে বলা হয়েছে, গত দু’সপ্তাহে কম করে কুড়ি জনের বেশি মহিলাকে এ ভাবে বিস্ফোরণ ঘটানোর কাজে ব্যবহার করেছে আইএস জঙ্গিরা। তারই একটি ছবি ধরা পড়েছে ওই সংবাদিকের ক্যামেরায়। যদিও নিরাপত্তার খাতিয়ে ওই সাংবাদিকের নাম প্রকাশ করা হয়নি।

ইরাকি সেনার সঙ্গে মার্কিন ও রুশ সেনাবাহিনীর যৌথ হামলায় ক্রমাগত কোণঠাসা আইএস জঙ্গিরা। রবিবারই আইএস জঙ্গিদের মসুল থেকে পুরোপুরি হঠিয়ে দেয় যৌথ বাহিনী। নিজেদের জমি চলে যাওয়ায় এ বার মহিলাদের দিয়ে আত্মঘাতী হামলা চালানোর ছক তৈরি করেছে জঙ্গিরা। আইএস জঙ্গিদের এই নয়া ‘ছক’ চিন্তায় বাড়িয়েছে সেনাবাহিনীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE