Advertisement
২৭ এপ্রিল ২০২৪

মাথায় পাগড়ি, মেক্সিকোর বিমানে উঠতে দেওয়া হল না শিখ অভিনেতাকে!

ফের এক বার বর্ণবৈষ্যমের শিকার হলেন এক শিখ। তবে এ বার মার্কিন মুলুকে নয় মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে সোমবার এই ঘটনাটি ঘটেছে। বৈধ বোর্ডিং পাস থাকা সত্ত্বেও মাথায় পাগড়ি থাকার ‘অপরাধে’ ওয়ারিশ অহলুওয়ালিয়া নামে এক শিখ অভিনেতাকে নিউইয়র্কগামী বিমানে উঠতে দিল না মেক্সিকোর একটি বিমান পরিবহণ সংস্থা।

হাতে ধরা বৈধ বোর্ডিং পাস। ইন্সটাগ্রামে ওই ছবিটিই পোস্ট করেন ওয়ারিশ অহলুওয়ালিয়া।

হাতে ধরা বৈধ বোর্ডিং পাস। ইন্সটাগ্রামে ওই ছবিটিই পোস্ট করেন ওয়ারিশ অহলুওয়ালিয়া।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০৫
Share: Save:

ফের এক বার বর্ণবৈষ্যমের শিকার হলেন এক শিখ। তবে এ বার মার্কিন মুলুকে নয় মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে সোমবার এই ঘটনাটি ঘটেছে। বৈধ বোর্ডিং পাস থাকা সত্ত্বেও মাথায় পাগড়ি থাকার ‘অপরাধে’ ওয়ারিশ অহলুওয়ালিয়া নামে এক শিখ অভিনেতাকে নিউইয়র্কগামী বিমানে উঠতে দিল না মেক্সিকোর একটি বিমান পরিবহণ সংস্থা।

কী ঘটেছিল?

সোমবার। মেক্সিকো সিটির আন্তর্জাতিক বিমানবন্দর। টারম্যাকে দাঁড়িয়ে নিউইয়র্কগামী এরোমেক্সিকোর একটি বিমান। এক এক করে যাত্রীরা উঠছেন বিমানে। বিমানে ওঠার জন্য দাঁড়িয়েছিলেন ওয়ারিশ ওহলুওয়ালিয়া নামে ওই অভিনেতা। একেবারে অপরিচিত নন ওয়ারিশ। ফ্যাশন ডিজাইনার হিসেবে খ্যাতি আছে ওয়ারিশের। ফ্যাশন উইকে পরিচিত মুখ ওয়ারিশ যাচ্ছিলেন নিউইয়র্ক ফ্যাশন উইকে যোগ দিতে। এ ছাড়াও অস্কারে মনোনয়ন পাওয়া ‘গ্র্যান্ডবুদাপেস্ট হোটেল’ ছবিতেও অভিনয় করেছেন ওয়ারিশ। এহেন পরিচিত ব্যক্তিকেই বিমানে উঠতে দিতে অস্বীকার করে মেক্সিকান বিমান পরিবহণ সংস্থা এরোম্যাক্স। কারণ, শিখ সম্প্রদায়ের ওয়ারিশের মাথায় ছিল পাগড়ি। ওয়ারিশকে মাথার পাগড়ি খুলতে বলেন এরোম্যাক্স কর্তৃপক্ষ। কিন্তু পাগড়ি খুলতে অস্বীকার করেন ওয়ারিশ। বার বার অনুরোধ করা সত্ত্বেও তাঁকে বিমানে উঠতে দেওয়া হয় না। বৈধ টিকিট থাকা সত্ত্বেও বিমানে চাপতেই পারেননি ওই অভিনেতা। বিমান সংস্থার তরফে বলা হয়, নিরাপত্তার খাতিরে মার্কিন প্রশাসনের নিয়ম অনুসারে এমন করা হয়েছে।

ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এই ঘটনাটি পোস্ট করেন ওয়ারিশ। লজ্জাকর ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে শিখ সম্প্রদায়। চাপে পড়ে পরে ঘটনার জন্য ক্ষমা চায় এরোম্যাক্স সংস্থা। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। সময় মতো নিউইয়র্ক ফ্যাশন উইকে হাজির হতে পারেননি ওয়ারিশ।

এই সংক্রান্ত আরও খবর...

‘লাদেন’ আখ্যা দিয়ে আমেরিকায় হামলা শিখ ধর্মাবলম্বীর উপর

প্যারিসে হামলার জের, আক্রান্ত শিখ যুবক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE