Advertisement
০৫ মে ২০২৪
International News

দুটো মাথা, তিনটে চোখ, অদ্ভুতদর্শন এই প্রাণীটি কি?

সাপের মতো দেখতে, অথচ সাপ নয়। তিনটে চোখ, দু’টো মাথা—অদ্ভুতদর্শন এই প্রাণীটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্পেনের এক মহিলা নিজের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, কেউ কি বলতে পারবেন এটা কী জাতীয় প্রাণী?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৭ ১৮:৪৪
Share: Save:

সাপের মতো দেখতে, অথচ সাপ নয়। তিনটে চোখ, দু’টো মাথা—অদ্ভুতদর্শন এই প্রাণীটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্পেনের এক মহিলা নিজের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, কেউ কি বলতে পারবেন এটা কী জাতীয় প্রাণী?

কয়েক হাজার বার ছবিটি দেখা হয়েছে। শেয়ারও হয়েছে প্রচুর।

কেউ বলেছেন, সাপের কাটা মাথা, কেউ বলেছেন কোনও এলিয়েন্স এবং আরও কত কী! কিন্তু ছবিটি ভাল করে দেখার পর অনেকেই ধরতে পারেন, আসলে এটি এক জাতীয় শুঁয়ো পোকা। নাম এলিফ্যান্ট হক মথ।

আরও পড়ুন: মোদীকে ফোন ট্রাম্পের, উত্তরপ্রদেশে বিপুল জয়ের জন্য শুভেচ্ছা

অনেক ইউজার আবার বলেছেন, কে বলবে এটা শুঁয়োপোকা, ভয়ঙ্কর দেখতে? ভয়ঙ্কর হোক, বা কুতসিত্ এই এই এলিফ্যান্ট হক মথের ছবি ২ লক্ষ বার শেয়ার হয়ে গিয়েছে।

পৃথিবীতে অনেক প্রজাতির শুঁয়ো পোকা রয়েছে। বিজ্ঞানীরা এই অদ্ভুতদর্শন প্রাণীটি সম্পর্কে জানলেও সাধারণ মানুষের কাছে সে আগন্তুক। স্প্যানিশ মহিলার ক্যামেরায় ধরা পড়ে এখন রীতিমতো সোশ্যাল মিডায়ার হিরো এলিফ্যান্ট হক মথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Elephant Hawk Moth Caterpillar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE