Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বিবেক এইচ মূর্তিকে সরিয়ে দিল ট্রাম্প প্রশাসন

প্রীত ভারারার পরে এ বার বিবেক এইচ মূর্তি! ফের ট্রাম্প প্রশাসনের কোপে ভারতীয় বংশোদ্ভূত। মূর্তিকে বরখাস্ত না করলেও তাঁকে সার্জেন জেনারেল পদ থেকে সরিয়ে দিল মার্কিন প্রশাসন। তবে পাবলিক হেলথ সার্ভিসের কমিশনড কোরের সদস্য হিসেবে থাকছেন তিনি।

বিবেক এইচ মূর্তি

বিবেক এইচ মূর্তি

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৭ ০২:৪৪
Share: Save:

প্রীত ভারারার পরে এ বার বিবেক এইচ মূর্তি! ফের ট্রাম্প প্রশাসনের কোপে ভারতীয় বংশোদ্ভূত। মূর্তিকে বরখাস্ত না করলেও তাঁকে সার্জেন জেনারেল পদ থেকে সরিয়ে দিল মার্কিন প্রশাসন। তবে পাবলিক হেলথ সার্ভিসের কমিশনড কোরের সদস্য হিসেবে থাকছেন তিনি।

বারাক ওবামা প্রেসিডেন্ট পদে থাকাকালীন ২০১৪ সালে সার্জেন জেনারেলের দায়িত্বে এসেছিলেন ভারতীয় বংশোদ্ভূত বিবেক মূর্তি। চার বছর তাঁর ওই পদে থাকার কথা। তবে তাঁর সময়সীমা শেষ হওয়ার আগেই গত কাল পদত্যাগ করেছেন বিবেক। তাঁকে কেন সরানো হলো, তা এখনও স্পষ্ট নয়। বছর ৩৭-এর বিবেকই ছিলেন কনিষ্ঠতম সার্জেন জেনারেল।

গত কাল পদত্যাগের পরে ফেসবুক পোস্টে বিবেকের বক্তব্য, সার্জেন জেনারেল হিসেবে কাজ করতে পারাটা তাঁর কাছে বিশাল এক সম্মানের বিষয়। তিনি লিখেছেন, ‘‘প্রেসিডেন্ট গোটা দেশের লোকের স্বাস্থ্যের ভার দিয়েছিলেন এক ভারতীয় কৃষকের নাতিকে। এটা আমার কাছে খুবই সম্মানের এবং অন্য রকম একটা বিষয়। প্রায় ৪০ বছর আগে এই দেশ আমার শরণার্থী পরিবারকে স্বাগত জানিয়েছিল। ভরসা করে সেই পরিবারের ছেলেকে এত বড় দায়িত্বও দিয়েছিল এই দেশ। তাই সব সময় আমি আমার এই দেশের কাছে কৃতজ্ঞ থাকব।’’

আরও পড়ুন:পাকিস্তানে আইএসআই-এর আশ্রয়ে রয়েছে জাওয়াহিরি, বলছে রিপোর্ট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vivek Murthy Donald Trump
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE