Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আইপিএল মামলা আজ স্লগ ওভারে

আজই কি ভারতীয় ক্রিকেট প্রশাসনের ভবিষ্যত্‌ নির্ধারণ করবে দেশের সর্বোচ্চ আদালত? এই প্রশ্নের উত্তর পেতে বৃহস্পতিবার সকাল থেকেই দেশের ক্রিকেট মহল তাকিয়ে থাকবে সুপ্রিম কোর্টের দিকে। যেখানে আইপিএল স্পট ফিক্সিং মামলার শুনানি হবে। একই সপ্তাহে এই নিয়ে তৃতীয় শুনানি। যা এই মামলায় এই প্রথম হতে চলেছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৪ ০৩:৩২
Share: Save:

আজই কি ভারতীয় ক্রিকেট প্রশাসনের ভবিষ্যত্‌ নির্ধারণ করবে দেশের সর্বোচ্চ আদালত? এই প্রশ্নের উত্তর পেতে বৃহস্পতিবার সকাল থেকেই দেশের ক্রিকেট মহল তাকিয়ে থাকবে সুপ্রিম কোর্টের দিকে। যেখানে আইপিএল স্পট ফিক্সিং মামলার শুনানি হবে। একই সপ্তাহে এই নিয়ে তৃতীয় শুনানি। যা এই মামলায় এই প্রথম হতে চলেছে।

বন্ধ খামে গড়াপেটার সঙ্গে জড়িত যে ১৩ জনের নাম দেওয়া হয়েছিল আদালতকে, তার মধ্যে চার জনের নাম প্রকাশ হয়েছে। কিন্তু এই চার জনের কেউ ক্রিকেটার নন। ওয়াকিবহাল মহলের ধারণা, এ দিন বাকিদের নামও প্রকাশ করা হতে পারে। যা নিয়ে বারবার আপত্তি তুলেছেন বোর্ডের আইনজীবীরা। তাঁদের বক্তব্য, এতে ক্রিকেটারদের কেরিয়ারের চরম ক্ষতি হবে। কিন্তু আইন বিশেষজ্ঞদের ধারণা, এই তালিকায় এমন কোনও নাম আছে, যা প্রকাশ হলে বোর্ড রাজনীতিতেও ঝড় উঠতে পারে।

আপাতত দায়িত্বহীন বিসিসিআই প্রেসিডেন্ট নারায়ণস্বামী শ্রীনিবাসনের স্বার্থসংঘাত নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারকরা। এ দিন আদালতে ফের সেই প্রশ্ন উঠলে শ্রীনিকে কিন্তু ব্যাখ্যা দিতে হবে। সেই ব্যাখ্যা বিচারকদের সন্তুষ্ট করতে না পারলে শ্রীনিবাসনকে ফের প্রেসিডেন্ট পদের নির্বাচনে না দাঁড়ানোর নির্দেশ দেওয়া হতে পারে।

গত শুনানিতে বিহার ক্রিকেট সংস্থার আইনজীবী হরিশ সালভে আদালতে ঝড় তুলে দাবি করেন পুরো মুদগল রিপোর্ট প্রকাশ করা হোক, যাতে ফিক্সিংয়ের ছবিটা স্পষ্ট হয়। এখনই পর্যন্ত যা ইঙ্গিত, রিপোর্ট প্রকাশ না-ও হতে পারে। আইনি মহলের একাংশের সে রকমই ধারণা।

বৃহস্পতিবারও শুনানির শুরু থেকে হরিশ সালভে ঝড় তুলতে পারেন বলে শ্রীনি বিরোধী শিবিরের খবর। তবে বোর্ডের আইনজীবীদেরও এ দিন প্রতিটি অভিযোগের জবাব দেওয়ার সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। ফলে সারা দিন ধরে বিতর্ক হয়তো চলবে আদালতে। দিনের শেষে কী হতে পারে, সেই ব্যাপারে অবশ্য ওয়াকিবহাল মহলের কেউই মুখ খুলতে চাইছেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

srinivasan cricket ipl spot fixing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE