Advertisement
০৫ মে ২০২৪
Sports News

ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ টেস্ট দলে চার নুতন মুখ

১৪ মাস পর টেস্ট খেলবে কী করে? চিরুনি তল্লাশি চালিয়ে বেস্ট কম্বিনেশনটাই যে খুঁজে পাওয়া যাচ্ছে না! শনিবার এমন বিলাপই করেছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাতুরুসিংহে।

নিজস্ব সংবাদদাতা
চট্টগ্রাম শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৬ ১৬:২৪
Share: Save:

১৪ মাস পর টেস্ট খেলবে কী করে? চিরুনি তল্লাশি চালিয়ে বেস্ট কম্বিনেশনটাই যে খুঁজে পাওয়া যাচ্ছে না! শনিবার এমন বিলাপই করেছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাতুরুসিংহে।

১৪ মাস আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ যে টেস্ট খেলেছে বাংলাদেশ দল, সেই দলের প্রথম একাদশে থাকা বাঁ-হাতি কাটার মাস্টার মুস্তাফিজুর কাঁধে টেলিস্কোপ সার্জারির পর এখন রি-হ্যাবে রয়েছেন। পেস বোলার মহম্মদ শহিদ ক’দিন আগে পাঁজরের পেশিতে চোট পেয়েছেন। উইকেট কিপার লিটনও জাতীয় ক্রিকেট লিগে খেলা চলাকালীন চোট পান। টেস্ট দলের জন্য ‘উপযুক্ত’ নন বলে ওই দলের ক্রিকেটার নাসির হোসেনকে ওয়ান ডে সিরিজ শেষে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। এই চার ক্রিকেটারের কেউ চট্টগ্রাম টেস্টের জন্য কোচের ভাবনাচিন্তায় নেই তা আগে থেকেই নিশ্চিত ছিল। টেস্ট দল ঘোষণার আগে লেগ স্পিনার জুবায়ের হোসেনকে নিয়ে বিবেচনা করেও তাঁকে টেস্ট দলে নেওয়া হচ্ছে না বলে শনিবার আভাস দিয়েছিলেন হাতুরুসিংহে। সে কারণেই তাঁদের জায়গায় পাঁচ ক্রিকেটার বেছে নেওয়া ছাড়া উপায় ছিল না নির্বাচকদের। কৌতূহল ছিল একটাই, ওই পাঁচ জনের বদলে কারা টেস্ট দলে জায়গা পাচ্ছেন? রবিবার সে কৌতূহলের জবাব দিয়েছেন নির্বাচকমণ্ডলী। ২০ অক্টোবর থেকে শুরু হওয়া চট্টগ্রাম টেস্টে ১৪ জনের দলে এই প্রথম জায়গা পেলেন মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান রুম্মান, কামরুল ইসলাম রাব্বী এবং নুরুল হাসান সোহান।

ঘোষিত ১৪ সদস্যের দলে নতুন মুখ মেহেদি হাসান মিরাজ কোন পর্যায়ের আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। এর আগে তিন ফরম্যাটের কোনও আন্তর্জাতিক স্কোয়াডে ছিলেন না। তা সত্ত্বেও টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা এই ক্রিকেটার। গত বছরের নভেম্বরে জিম্বাবোয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে বিবেচিত হয়েও আন্তর্জাতিক অভিষেক হয়নি কামরুল ইসলাম রাব্বীর। ড্রেসিং রুমে বসে সতীর্থদের খেলা দেখেছেন। দ্বিতীয় পেস বোলার হিসেবে সেই রাব্বীই টেস্ট দলে জায়গা পেলেন। দলে দ্বিতীয় উইকেট কিপারের হিসেবে মাত্র ছ’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন নুরুল হাসান সোহানকে টেস্ট দলে নেওয়া হয়েছে। টি-টোয়েন্টি এবং ওয়ান ডে-তে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দু’বছর প্রতীক্ষার পর টেস্ট দলে জায়গা পেলেন সাব্বির রহমান রুম্মান। অফ স্পিনার শুভাগত হোম চৌধুরীকে এক সিরিজ পর ফিরিয়ে আনা হল টেস্ট দলে। কাকতালীয় হলেও সত্যি, ওয়ান ডে-তে তেইশ মাস পর ফিরেছিলেন পেস বোলার শফিউল। এ বার টেস্ট দলেও তাঁর প্রত্যাবর্তন সেই তেইশ মাস পর! ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে কোচ হাতুরুসিংহকে আশ্বস্ত করায় টেস্ট দলে প্রধান পেস বোলার হিসেবে নির্বাচকদের অটোমেটিক চয়েস এখন শফিউল।

সর্বশেষ ওয়ান ডে ম্যাচের একাদশে তিন পেস বোলার ছিলেন। ওই ভেন্যুতে আগামী ২০ অক্টোবরের টেস্টের জন্য ঘোষিত দলে পেস বোলারের সংখ্যা মাত্র দু’জন। শফিউলের পাশে ব্যাকআপ বোলার কামরুল ইসলাম রাব্বী। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টেস্টের উইকেটটি ব্যাটিং সহায়ক হবে। আর এমন পূর্বাভাস পেয়ে দলের ব্যাটিং শক্তি বাড়িয়ে নিতে কৌশলী ভূমিকা নিয়ে হয়েছে নির্বাচকদের। ১৪ জনের দলে দুই পেস বোলারকে রাখাই যুক্তিসঙ্গত বলে মনে করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, “ ফ্ল্যাট উইকেট আমরা দুই জন পেস বোলার নিয়েই খেলব। এর আগেও এ ভাবেই দল তৈরি করা হয়েছে।”

আরও পড়ুন

১৪ মাস টেস্ট খেলেনি বাংলাদেশ, বড় দুশ্চিন্তায় কোচ

পুজোর প্রেম নিয়ে গসিপ করার এই তো সময়…

ব্যাটিংয়ে সাত নম্বর পজিশনে নাসিরের জায়গায় সাব্বির রহমান রুম্মানের যে চট্টগ্রাম টেস্টে অভিষেক হচ্ছে, সে নিশ্চয়তা দিয়েছেন হাতুরুসিংহে। তিনি বলেন, “সাব্বিরকে প্রথম একাদশে জায়গা দেওয়ার কথা সিরিয়াসলি চিন্তাভাবনা করছি আমরা।” কোচের তরফে ইয়েস কার্ড পেয়ে টেস্ট ক্রিকেটে নিজেকে মেলে ধরতে দৃঢ়প্রতিজ্ঞ সাব্বির রহমান। তিনি বলেন, “স্বপ্ন ছিল একদিন টেস্ট খেলব। সুযোগ পাওয়াটা হয়তো টেস্ট খেলার প্রথম ধাপ। তাই আমি রোমাঞ্চিত। টেস্টের জন্য তৈরি ছিলাম। তবে ভাবিনি, এত তাড়াতাড়ি সুযোগ আসবে। টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেট খেলে ওয়ান ডে দলে জায়গা করে নিয়েছি। এ বার ওয়ান ডে থেকে টেস্ট দলে জায়গা পেয়েছি। সহবাগ যদি টেস্ট খেলতে পারে, আমি কেনও খেলতে পারব না?” কুড়ি বছর বয়সী অফ স্পিনার-অল রাউন্ডার মেহেদি হাসান মিরাজকে ভবিষ্যতে বাংলাদেশের সম্পদ বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচক। তিনি বলেন, “অনূর্ধ্ব-১৯ এবং ঘরোয়া ক্রিকেটেও যথেষ্ট ভালো খেলেছে মেহেদি। আমাদের মনে হচ্ছে, টেস্ট ক্রিকেটেও ওঁর থেকে ভাল পারফরম্যান্স দেখা যাবে। সে জন্যই তাঁকে দলে নেওয়া হয়েছে। দলে যখন নিয়েছি অবশ্যই প্রস্তুত মেহেহি।” চট্টগ্রাম টেস্টে সাব্বির এবং মেহেদি হাসান মিরাজের অভিষেকের সম্ভাবনা প্রবল। যদি মুশফিকুরের হাত থেকে কিপিং গ্লাভস অন্য কারও হাতে পরিয়ে দেওয়ার প্রয়োজন দেখা দেয়, তা হলে নুরুল হাসান সোহানেরও টেস্ট অভিষেক হতে পারে।

চট্টগ্রাম টেস্টের স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক সৌরভ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বী ও সাব্বির রহমান রুম্মান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE