Advertisement
১১ মে ২০২৪
India vs Australia

অস্ট্রেলিয়া বধের ঘূর্ণি ফাঁদেই ডুবে গেল কোহালিরা, নায়ক সেই ওকিফ

পুণেতে শনিবারের বারবেলায় বিরাট কোহালিদের সামনে রানের পাহাড় তৈরি করল অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে লাঞ্চের আগে স্টিভ স্মিথরা ৪৪০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শেষ করে। এই দিন অধিনায়ক স্টিভ স্মিথ তাঁর ১৮ তম শতরান পূর্ণ করলেন। স্মিথের অনবদ্য ১০৯ রানের ইনিংস ছিল অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের একমাত্র উল্লেখযোগ্য স্কোর।

জয়ের লক্ষ্যে প্রথমেই হোঁচট ভারতের। ছবি- এএফপি

জয়ের লক্ষ্যে প্রথমেই হোঁচট ভারতের। ছবি- এএফপি

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:২৪
Share: Save:

অস্ট্রেলিয়া ২৬০ এবং ২৮৫

ভারত ১০৫ এবং ১০৭

দ্বিতীয় ইনিংসেও হাঁসফাঁস করল ভারতীয় ব্যাটিং। ১০৭ রানে অল আউট। অস্ট্রেলিয়া ৩৩৩ রানে জিতে সিরিজে এগিয়ে গেল ১-০তে। ঘরের মাঠে সহজে ম্যাচ জেতার চেনা ছক সেই ঘূর্ণি উইকেটই এ বার ব্যুমেরাং হয়ে ফিরল পুণেতে। ৪৪১ রানের বিশাল টার্গেট নিয়ে নেমে শুরু থেকেই উইকেট খোয়াতে শুরু করে ভারত। প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়া সেই ওকিফ এ বারও ত্রাস হয়ে উঠল ভারতের। ছ’ ওভারের মধ্যে মুরলি বিজয় ২ রানে (ওকিফের বলে এলবিডব্লিউ) এবং লোকেশ রাহুল ১০ রান করে (লিয়ঁর বলে এলবিডব্লিউ) আউট হয়ে যান। । দলের ৪৭ রানের মাথায় ওকিফের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন কোহালি (১৩)। ১৮ রান করে ওকিফের বলে বোল্ড হন রাহানেও। ওকিফের পরের ওভারেই ৮ রানে এলবিডব্লিউ অশ্বিন। এর পর ৫ রান করে ওকিফের বলে এলবিডব্লিউ ঋদ্ধিমান। ২৮.৩ ওভারে ভারতের রান দাঁড়ায় ৬ উইকেটে ৯৯। এর পর টি ব্রেক। ফের খেলা শুরু হতেই আউট হন পূজারা (৩১)। ওকিফের বলেই এলবিডব্লিউ। এর পর জাডেজা (৩), ইশান্ত (০) এবং যাদব (৫) ফিরে যান লিয়ঁর বলে। ৩৩.৫ ওভারের ভারতের ইনিংস শেয ১০৭ রানে। ওকিফ এ বারও ৬ উইকেট নিয়েছেন। বাকি ৪টে উইকেট লিয়ঁর।

এর আগে আজ তৃতীয় দিনের লাঞ্চের আগেই স্টিভ স্মিথরা ৪৪০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শেষ করে। অধিনায়ক স্টিভ স্মিথ তাঁর ১৮ তম শতরান পূর্ণ করলেন। স্মিথের অনবদ্য ১০৯ রানের ইনিংস ছিল অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের একমাত্র উল্লেখযোগ্য স্কোর। রবিচন্দ্রন অশ্বিন ৪টি এবং রবীন্দ্র জাদেজা ৩টি উইকেট নেন।

আরও পড়ুন- ‘অধিনায়ক বিরাটের আগ্রাসনের মধ্যে সৌরভের সেই আবেগ দেখতে পাই’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India vs Australia Test at Pune Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE