Advertisement
২৭ এপ্রিল ২০২৪
pep Guardiola. sports news

মরশুম শুরুর ডার্বিতে জয়ী ম্যাঞ্চেস্টার সিটি

গুয়ার্দিওলার দাপটে হার হল মোরিনহো’র দলের। দলের দায়িত্ব নিয়েই সাফল্যের সঙ্গে শুরু করলেন সিটির নতুন কোচ।

পেপ গুয়ার্দিওলা। ছবি: রয়টার্স।

পেপ গুয়ার্দিওলা। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৯
Share: Save:

গুয়ার্দিওলার দাপটে হার হল মোরিনহো’র দলের। দলের দায়িত্ব নিয়েই সাফল্যের সঙ্গে শুরু করলেন সিটির নতুন কোচ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারাল সিটি। সিটির হয়ে দুটি গোল করেন কেভিন ডে ব্রুইন এবং কেলেচি ইয়েনোচ। এ দিকে ইউনাইটেডের হয়ে একমাত্র গোলটি করেন ইব্রাহিমোভিচ।

ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে চরম উন্মাদনা থাকলেও, ম্যাচটি ততোটা উচ্চতায় পৌঁছতে পারেনি। তবে ম্যাচের শেষে যোগ্য দল হিসেবে জয় পেয়েছে সিটি। ১৫ মিনিটেই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ডি ব্রুইন। ইউনাইটেডের ডিফেন্সের ভুলে ১-০ গোলে এগিয়ে যায় গুয়ার্দিওয়ালার দল। ৩৬ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান ইয়েনোচ। ডি ব্রুইনের শট বারে লেগে প্রতিহত হতেই ফিরতি বল জালে জড়িয়ে দেন ইয়েনোচ। ক্লদিও ব্রাভোর ভুলে ব্যবধান কমায় ইউনাইটেড। রুনির উপর ভরসা রেখেছিলেন মোরিনহো। কিন্তু এ দিন রুনির পা থেকে কোনও গোলই আসেনি।

আরও পড়ুন: রিওয় হাই জাম্পে সোনা জিতে ইতিহাস ভারতীয় অ্যাথলিটের

ম্যাচে দ্বিতীয়ার্ধ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা হলেও, কোনও দলই দ্বিতীয়ার্ধে গোলের মুখ খুলতে পারেনি। কিন্তু তার বদলে দেখা গেল ট্যাকটিক্যাল ফুটবল। ইব্রা ও ফার্নান্দিনহো হলুদ কার্ডও দেখেন। গোটা ম্যাচেই সিটির মাঝমাঠে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছিলেন দাভিদ সিলভা। তিনিই দলকে খেলাচ্ছিলেন। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে আর গোল হয়নি। ওল্ড ট্র্যাফোর্ড থেকে তিন পয়েন্ট নিয়ে হাসিমুখে মাঠ ছাড়েন গুয়ার্দিওলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Manchester United Manchester City
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE