Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Sports News

আইপিএল-এর শুরুতে নেই, জানিয়ে দিলেন বিরাট

রাঁচীর মাঠের চোট যে এ ভাবে ভোগাবে তা কি আর বুঝতে পেড়েছিলেন বিরাট কোহালি। ওই চোট নিয়েই নেমে পড়েছিলেন ব্যাট করতে। খেলতে পারেননি তেমনভাবে। ছয় রান করেই ফিরে যেতে হয়েছিল প্যাভেলিয়নে।

রাঁচীতে চোট পাওয়ার পর ফিজিওর সঙ্গে বিরাট কোহালি। ছবি: রয়টার্স।

রাঁচীতে চোট পাওয়ার পর ফিজিওর সঙ্গে বিরাট কোহালি। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৭ ১৬:৫৬
Share: Save:

রাঁচীর মাঠের চোট যে এ ভাবে ভোগাবে তা কি আর বুঝতে পেড়েছিলেন বিরাট কোহালি। ওই চোট নিয়েই নেমে পড়েছিলেন ব্যাট করতে। খেলতে পারেননি তেমনভাবে। ছয় রান করেই ফিরে যেতে হয়েছিল প্যাভেলিয়নে। হাতে বেশ সমস্যা হচ্ছিল। কিন্তু দল তাঁর উপর নির্ভরশীল। তাই যতক্ষণ পেড়েছেন চেষ্টা করেছেন মাঠে থাকতে। কিন্তু শেষ টেস্টে আর পারলেন না। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েও ধর্মশালায় নামতে পারলেন না তিনি। যদিও টেস্ট জিতে সিরিজ জিতে নিয়েছে ভারত। সেই জয়ের উচ্ছ্বাসে মেতেছেন বিরাট কোহালিও। তার পরই বিরাটের আকাশে আবার দেখা দিয়েছে একঝাঁক কালো মেঘ। আইপিএল-এর বাকি মাত্র কয়েকদিন। তার আগে পুরোপুরি সুস্থ হতে পারছেন না ভারত তথা আরসিবি অধিনায়ক।

আরও খবর: বিতর্কের পর বিতর্ক নিয়ে শেষ হল ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

রাঁচীতে একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে হাতে চোট পেয়েছিলেন তিনি। মঙ্গলবার সিরিজ জিতে শুরু থেকে আইপিএল-এ না খেলতে পারার ইঙ্গিত দিয়ে গেলেন স্বয়ং বিরাট কোহালি। বলেন, ‘‘আরও কয়েক সপ্তাহ লাগবে একশো শতাংশ ফিট হয়ে মাঠে ফিরতে।’’ পুরো সিরিজে বিরাটের ব্যাট থেকে এসেছে ৪৬ রান। বিরাট বলেন, ‘‘এরকমটা সবার খেলোয়াড় জীবনে আসে। নিজের মতো করে আমি এগিয়ে যাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli IPL 2017 India Vs Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE