Advertisement
০১ নভেম্বর ২০২৪

পারফিউম ব্যবহারে এই ১০টি ভুল আপনি করছেন না তো?

আহা! নাকের ভিতর দিয়ে মস্তিষ্কে নয়, এক্কেবারে হৃদয়ে গিয়ে যেন ধাক্কা মারে। আবেশে বুজে আসে চোখ। চারপাশে ছেয়ে যায় স্নিগ্ধতা। ভাল লাগায় পরিপূর্ণ হয়ে যায় মন-প্রাণ। এমনই মহিমা পারফিউমের।

চুলে সরাসরি পারফিউম স্প্রে করেন বহু মানুষই, কিন্তু এতে প্রচুর পরিমাণে পারফিউম শেষ হয়ে যায়। চিরুনিতে সুগন্ধি লাগিয়ে চুল আচড়িয়ে নিন।

চুলে সরাসরি পারফিউম স্প্রে করেন বহু মানুষই, কিন্তু এতে প্রচুর পরিমাণে পারফিউম শেষ হয়ে যায়। চিরুনিতে সুগন্ধি লাগিয়ে চুল আচড়িয়ে নিন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ মে ২০১৬ ১৬:২৪
Share: Save:

আহা! নাকের ভিতর দিয়ে মস্তিষ্কে নয়, এক্কেবারে হৃদয়ে গিয়ে যেন ধাক্কা মারে। আবেশে বুজে আসে চোখ। চারপাশে ছেয়ে যায় স্নিগ্ধতা। ভাল লাগায় পরিপূর্ণ হয়ে যায় মন-প্রাণ। এমনই মহিমা পারফিউমের। সুগন্ধির অমোঘ টানে অন্যদের আপ্লুত করতে হরেক রকমের পারফিউম তো ব্যবহার করেন আপনি। আজ এই পারফিউম তো কাল ওই পারফিউম। বডি স্প্রে, আতর থেকে শুরু করে হরেক রকমের পারফিউম আমাদের নিত্যদিনের সঙ্গী। কিন্তু এই পারফিউম ব্যবহার করতে গিয়ে আমরা অনেক ভুল করে থাকি, যেগুলো না করাই ভাল। জেনে নিন সেই ভুলগুলো।

আরও পড়ুন: ওজন কমানো সম্পর্কে এই ১০ তথ্য আপনি জানতেন?

অন্য বিষয়গুলি:

perfume mistakes
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE