10 Perfume Hacks to Make You Smell Amazing All the Time dgtl
সকালে লাগানো পারফিউম সারাদিন ধরে রাখার ১০ উপায়
প্যাচপ্যাচে গরম আর ঘাম। বর্ষা কাল মানেই অস্বস্তি। সারা দিন বাড়ির বাইরে কাজে ঘাম আর দুর্গন্ধ নিত্য দিনের সঙ্গী। তাই পারফিউম এই সময় মাস্ট। সকালে পারফিউম লাগিয়ে বেরোলেও অনেক সময় কিছুক্ষণ পরই তা উবে যায়। জেনে নিন কী করলে পারফিউম সারা দিন স্থায়ী হবে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৭ ১২:১২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
প্যাচপ্যাচে গরম আর ঘাম। বর্ষা কাল মানেই অস্বস্তি। সারা দিন বাড়ির বাইরে কাজে ঘাম আর দুর্গন্ধ নিত্য দিনের সঙ্গী। তাই পারফিউম এই সময় মাস্ট। সকালে পারফিউম লাগিয়ে বেরোলেও অনেক সময় কিছুক্ষণ পরই তা উবে যায়। জেনে নিন কী করলে পারফিউম সারা দিন স্থায়ী হবে।
০২১১
স্নানের পর: পারফিউম বেশিক্ষণ স্থায়ী করাতে চাইলে গরম জলে স্নান করার পরই শরীরে স্প্রে করুন। গরম জল রোমকূপের মুখ বড় করে দেয়। ফলে পারফিউম ত্বকে শোষিত হয় ভাল ও বেশিক্ষণ স্থায়ী হয়।
০৩১১
নীচের দিক: শরীরের নীচের অংশে পারফিউম লাগালে তা অনেকক্ষণ স্থায়ী হবে। পারফিউমের হিট উপরের দিকেও উঠে আসে।
০৪১১
ঘষবেন না: অনেকেই পারফিউম পালস পয়েন্টে লাগানোর পর ঘষে নেন। এটা ভুল। এতে পারফিউম তাড়াতাড়ি উবে যায়।
০৫১১
চুল: যে কোনও গন্ধই ত্বকের থেকে চুলে অনেক বেশি স্থায়ী হয়। চুলে স্প্রে করুন পারফিউম। তবে বেশি নয়। পারিউমে থাকা অ্যালকোহল চুলের আর্দ্রতা শুষে নিতে পারে।
০৬১১
শেক: অনেকেই পারফিউম ব্যবহার করার আগে ঝাঁকিয়ে নেন। এটা ভুল। ঝাঁকালে পারফিউমের গন্ধ তাড়াতাড়ি উবে যায়।
০৭১১
গরম: ঠান্ডা ত্বকে পারফিউম বেশিক্ষণ স্থায়ী হয় না। শরীর গরম হলে পারফিউমের গন্ধ স্থায়ী হয়। পালস পয়েন্ট বাকি শরীরের তুলনায় গরম থাকে। তাই এই অংশে পারফিউম লাগালে তা বেশি ক্ষণ স্থায়ী হবে।
০৮১১
সঠিক পারফিউম: কেনার সময় বুঝে কিনুন। কোন পারফিউমের গন্ধ স্থায়ী হবে, দেখে শুনে কিনুন।
০৯১১
ময়শ্চারাইজড: শুষ্ক ত্বকে পারফিউমের গন্ধ বেশি তাড়াতাড়ি উবে যায়। ত্বকে ময়শ্চারাইজার লাগিয়ে তারপর পারফিউম লাগান। এতে গন্ধ বেশিক্ষণ স্থায়ী হবে।
১০১১
স্টোরেজ: পারফিউমের সুগন্ধ বেশি দিন ধরে রাখতে কোনও ঠান্ডা, অন্ধকার জায়গায় রাখুন। ফ্রিজে রাখতে পারলে সবচেয়ে ভাল।
১১১১
মিক্স অ্যান্ড ম্যাচ: দুটো ফ্র্যাগরেন্স লেয়ার করে লাগিয়ে সুগন্ধ তৈরি করতে পারেন। এতে নিজস্ব স্টাইলও হবে, আবার গন্ধ অনেক ক্ষণ থাকবেও।