ঘরোয়া একটি উপায় বেছে নিলেই। নিয়মিত ফেশিয়াল করার সুযোগ না পেলেও দিব্যি ঝলমল করবে ত্বক।
বর্ষাকালে যেমন ঝমঝমিয়ে বৃষ্টিতে আনন্দ, তেমনই দিনভর টিপটিপ করে চলতে থাকলে মন খারাপ হয়। চারদিক ভিজে। বেরোতেও ইচ্ছা করে না। পার্লার যাওয়া হয় না। ত্বকের জেল্লাও কমে। আবার চেহারার ঔজ্জ্বল্য কমতে থাকলে চিন্তাও বাড়ে।
এমন চিন্তা দূর করা যায় ঘরোয়া একটি উপায় বেছে নিলেই। নিয়মিত ফেশিয়াল করার সুযোগ না পেলেও দিব্যি ঝলমল করবে ত্বক।
বর্ষায় ত্বকের জেল্লা ধরে রাখতে কী করবেন?
রান্নাঘরে কাজের মাঝেই বানিয়ে ফেলুন একটি প্যাক। কী থাকবে তাতে? সামান্য হলুদ। সঙ্গে নুন আর যে কোনও তেল। ঘরে মধু থাকলে, তা-ও অল্প দিয়ে দিতে পারেন এতে। রোজ স্নানের আগে মিনিট দশেক মুখ এবং গলায় ভাল ভাবে মেখে নিন এই প্যাক। দশ মিনিট মেখে রাখার পরে স্নানে যান। জল দেওয়ার আগে ভাল ভাবে ঘষে নিন হলুদ আর নুনের প্যাক।
নিয়মিত এই প্যাক ব্যবহার করলে ত্বকে জমে থাকা আলগা ময়লা চলে যাবে। সঙ্গে দূর হবে দাগছোপ। হলুদ ত্বকের যে কোনও দাগ তাড়াতে সক্ষম। আর মধু এবং তেলের প্রভাবে ত্বক হবে তুলতুলে। জেল্লা বাড়বে চেহারার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy