Advertisement
১০ জুন ২০২৪
Powder

Effects of Talcum Powder: গরম পড়তেই পাউডার মাখছেন? বিপদ ডেকে আনছেন না তো

গরম পড়তে না পড়তেই অনেকে ঘাম আটকাতে ট্যালকাম পাউডার ব্যবহার শুরু করে দিয়েছেন। তাতে ক্ষতি হতে পারে কি?

পাউডার মাখা ভাল না মন্দ

পাউডার মাখা ভাল না মন্দ ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২২ ১৯:৫৩
Share: Save:

এখনও বৈশাখ আসেননি, তবু পারদের গতি এমনই ঊর্ধ্বমুখী যে গরম পড়তে না পড়তেই অনেকেই ঘাম আটকাতে ট্যালকাম পাউডার ব্যবহার শুরু করে দিয়েছেন। কিন্তু এই পাউডার মাখা শরীরের পক্ষে ভাল না মন্দ, তা জানেন কি?

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

কী এই ট্যালকাম পাউডার?
ট্যালকাম পাউডার তৈরি হয় ট্যাল্ক নামক একটি পদার্থ থেকে। এটি মূলত ম্যাগনেশিয়াম, সিলিকন ও অক্সিজেন দ্বারা গঠিত একটি উপাদান। এটি আর্দ্রতা শোষণ করতে ও ত্বককে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করতে সহায়তা করে। ফলে এই ধরনের পাউডারে যেমন এক দিকে ঘাম নিয়ন্ত্রিত হয়, তেমনই কমে ঘাম ও ত্বকের বিভিন্ন ক্ষত তৈরির আশঙ্কা।

ট্যালকাম পাউডার মাখার কী ঝুঁকি?


১। কিছু কিছু ট্যালকম পাউডারে অ্যাসবেসটস নামক একটি উপাদান থাকে। এই উপাদানটি শ্বাসের সঙ্গে দেহে প্রবেশ করলে ক্যানসারের আশঙ্কা বৃদ্ধি পায়।
২। আমেরিকার একটি গবেষণা বলছে যৌনাঙ্গ সংলগ্ন অঞ্চলে এই পাউডার বেশি ব্যবহার করা হলে আশঙ্কা থাকে ওভারিয়ান ক্যানসারের।

৩। শ্বাসের মধ্যে দিয়ে এই পাউডার দেহে প্রবেশ করলে হতে পারে হাঁচি, কাশি ও শ্বাসকষ্ট। এমনকি দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে ফুসফুসের কোষ ও কলার।

৪। শিশুদের জন্য যে পাউডার ব্যবহার করা হয় তাতে যদি এই পাউডার থাকে, তবে অতিরিক্ত সতর্কতা নেওয়া বাঞ্ছনীয়। শিশুদের নাকে চলে গেলে শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে।

৫। কারও কারও মতে এই ধরনের পাউডার ঘর্মগ্রন্থির ক্ষরণের পথ রুদ্ধ করে। ফলে, ঘাম আটকাতে গিয়ে হতে পারে হিতে বিপরীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Powder summer side effects
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE