Advertisement
১৪ জুন ২০২৪
Food

Insect in Food: তরকারির মধ্যে ওটা কী ভাসছে! খাবার মুখে তুলতে গিয়েই বমি করে ফেললেন মহিলা

স্থানীয় রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন এক মহিলা। টেবিলে খাবার আসতেই চক্ষু চড়কগাছ তাঁর। খাবারে কী খুঁজে পেলেন তিনি?

খেতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখে পড়তে হবে, কে জানত?

খেতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখে পড়তে হবে, কে জানত? ছবি- প্রতীকী

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২২ ১৫:২৪
Share: Save:

চেন্নাইয়ের বাসিন্দা রানি। স্থানীয় একটি রেস্তরাঁয় একাই খেতে গিয়েছিলেন। প্রবল খিদে পেয়েছিল। অন্য কিছু খাবারের ইচ্ছা থাকলেও সেই মুহূর্তে তেমন কোনও খাবার তৈরি না থাকায় ডালপুরি দিতে বলেছিলেন। কিন্তু খেতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখে পড়তে হবে, কে জানত?

টেবিলে খাবার আসতেই ওই মহিলার চোখে পড়ে, তরকারিতে কী যেন ভাসছে। খাবারের থালাটি চোখের সামনে এনে দেখতেই চোখ কপালে ওঠে তাঁর। আলু, মটরের সঙ্গে রয়েছে একটি কৃমিও। দেখা মাত্রেই বমি করে ফেলেন তিনি। খবর যায় রেস্তরাঁ কর্তৃপক্ষের কাছে। ওই মহিলার কাছে তাঁরা ক্ষমাও চান।

সেই মুহূর্তে তেমন কিছু না বললেও, ওই রেস্তরাঁর বিরুদ্ধে পরে খাদ্য সুরক্ষা বিষয়ক দফতরে অভিযোগ জানান রানি। তাঁর অভিযোগের ভিত্তিতে চেন্নাইয়ের ওই রেস্তরাঁ পরিদর্শন করেন সরকারি আধিকারিকরা। রেস্তরাঁ কর্তৃপক্ষকে কঠোর ভাবে সতর্ক হতে বলা হয়েছে, যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Food Resturent
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE