Advertisement
১৮ মে ২০২৪
Lifestyle News

পোকেমন খেলুন ভাল থাকবে শরীর, বলছেন বিশেষজ্ঞরা

বইয়ের পাতা, আর টিভির পর্দা ছেড়ে পোকেমনরা চলে এসেছে বাস্তবের দুনিয়ায়। ঘুরে বেড়াচ্ছে আমার আপনার মতো। সৌজন্যে শুধু একটা মোবাইল গেম। পোকেমন গো। যার নেশায় বুঁদ তামাম বিশ্ব।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৬ ১২:৫৫
Share: Save:

বইয়ের পাতা, আর টিভির পর্দা ছেড়ে পোকেমনরা চলে এসেছে বাস্তবের দুনিয়ায়। ঘুরে বেড়াচ্ছে আমার আপনার মতো। সৌজন্যে শুধু একটা মোবাইল গেম। পোকেমন গো। যার নেশায় বুঁদ তামাম বিশ্ব। পোকেমন ধরার নেশায় কেউ পড়ছেন দুর্ঘটনার কবলে, তো কেউ চলে যাচ্ছেন বাড়ি থেকে অনেক দূরে। আবার কেউ ভুলেছেন রাতের ঘুম। মোবাইল থেকে যেন চোখ সরছে না কারও। আপনার এই কাণ্ডতে আশেপাশের লোকজন যতই বিরক্ত হোন, বিশেষজ্ঞরা কিন্তু বলছেন পোকেমন খেলুন। কেন জানেন? ব্রিটেনের এক দল চিকিৎসক বলছেন, পোকেমন গো খুবই ভাল হেলদি গেম। চিকিৎসক মার্গারেট বলেন, “পোকেমন গো ব্রিটেনের সমস্ত রাস্তাকেই যেন প্লে গ্রাউন্ড বানিয়ে দিয়েছে।”

সম্প্রতি প্রকাশিত একটি প্রবন্ধে চিকিৎসক ম্যাক কার্টনি জানাচ্ছেন, পোকেমন ধরতে সব মিলিয়ে প্রায় ২২৫ কিলোমিটার হেঁটে ফেলেছেন এমন লোকও বিরল নয়। এত হাঁটার ফলে নূন্যতম ১২.৭ কেজি ওজন কমাতে সক্ষম হচ্ছেন গেমাররা। তাঁর মতে, এই গেম ওবেসিটি এবং টাইপ ২ ডায়াবেটিসের মতো রোগের সম্ভাবনা কমাচ্ছে। শুধু তাই নয়, দিনের আলোয় পোকেমন ধরতে গিয়ে ভিটামিন-ডি’র ঘাটতিও কমছে শরীরে। হাঁটাহাঁটির ফলে কমছে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও। তবে রাস্তাঘাটে এই গেম খেলার সময় সতর্ক থাকতে বলা হয়েছে পোকেমন লভারদের।

তবে আর কী! মনের আনন্দে খেলুন পোকেমন গো। কিন্তু সাবধানে।

আরও পড়ুন: প-য়ে পাগলামি প-য়ে পোকেমন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pokemon Go
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE