Advertisement
১১ মে ২০২৪
Lifestyle News

অনলাইন ডেটিং-এ মেনে চলুন এই নিয়মগুলি

অনলাইন ডেটিং বা স্পিড ডেটিংয়ের মাধ্যমে আজকাল জীবনসঙ্গী খুঁজে নিচ্ছেন অনেকেই। ডেটিং অ্যাপের এই রমরমার যুগেও অনলাইনে অচেনা কারও সঙ্গে মেলামেশার সময় বেশ কয়েকটি বিষয়ে সতর্ক থাকুন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৭ ১২:০৯
Share: Save:
০১ ০৬
অনলাইন প্রোফাইলে নিজের সম্পর্কে ভুল তথ্য দেবেন না। প্রোফাইল তৈরির সময় খেয়াল রাখুন<br>
তা যেন সোজাসাপ্টা হয়। তাতে নিজের সম্পর্কে মজাদার তথ্য দিতে পারেন। তবে কখনই যেন তা বোরিং না হয়।

অনলাইন প্রোফাইলে নিজের সম্পর্কে ভুল তথ্য দেবেন না। প্রোফাইল তৈরির সময় খেয়াল রাখুন<br> তা যেন সোজাসাপ্টা হয়। তাতে নিজের সম্পর্কে মজাদার তথ্য দিতে পারেন। তবে কখনই যেন তা বোরিং না হয়।

০২ ০৬
অনলাইন ডেটিংয়ে প্রোফাইল পিকচার খুবই গুরুত্বপূর্ণ। ফলে তা ভেবেচিন্তে বাছুন। নিজের ছোটবেলার ছবি<br>
আপলোড না করে বরং বেছে নিন সাম্প্রতিক কোনও ছবি। এতে যাঁর সঙ্গে ডেটিং করছেন তিনি আপনার<br>
সম্পর্কে একটি স্পষ্ট ধারণা করতে পারবেন। গ্রুপ ফোটোর বদলে সেলফি আপলোড করতে পারেন।

অনলাইন ডেটিংয়ে প্রোফাইল পিকচার খুবই গুরুত্বপূর্ণ। ফলে তা ভেবেচিন্তে বাছুন। নিজের ছোটবেলার ছবি<br> আপলোড না করে বরং বেছে নিন সাম্প্রতিক কোনও ছবি। এতে যাঁর সঙ্গে ডেটিং করছেন তিনি আপনার<br> সম্পর্কে একটি স্পষ্ট ধারণা করতে পারবেন। গ্রুপ ফোটোর বদলে সেলফি আপলোড করতে পারেন।

০৩ ০৬
অনলাইনে ডেটিংয়ের পর অনেকেই জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন ঠিকই। তবে ডেটিং‌ সাইটে<br>
গিয়ে প্রথমেই অচেনা মানুষজনের সঙ্গে বেশি ঘনিষ্ঠ কথাবার্তা না বলাই ভাল।<br>
যাঁর সঙ্গে চ্যাট করছেন তাঁর সম্পর্কে আগে যথাসম্ভব জেনে নিন।

অনলাইনে ডেটিংয়ের পর অনেকেই জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন ঠিকই। তবে ডেটিং‌ সাইটে<br> গিয়ে প্রথমেই অচেনা মানুষজনের সঙ্গে বেশি ঘনিষ্ঠ কথাবার্তা না বলাই ভাল।<br> যাঁর সঙ্গে চ্যাট করছেন তাঁর সম্পর্কে আগে যথাসম্ভব জেনে নিন।

০৪ ০৬
অনলাইন চ্যাটে যতই বিশ্বাসযোগ্য মনে হোক না কেন, ডেটিং পার্টনারকে প্রথমেই<br>
নিজের বাড়িতে ডেকে আনবেন না। বরং বেছে নিন কফি শপের মতো কোন পাবলিক প্লেস।<br>
একসঙ্গে ডিনারে গেলে অ্যালকোহল জাতীয় পানীয় এড়িয়ে চলুন।

অনলাইন চ্যাটে যতই বিশ্বাসযোগ্য মনে হোক না কেন, ডেটিং পার্টনারকে প্রথমেই<br> নিজের বাড়িতে ডেকে আনবেন না। বরং বেছে নিন কফি শপের মতো কোন পাবলিক প্লেস।<br> একসঙ্গে ডিনারে গেলে অ্যালকোহল জাতীয় পানীয় এড়িয়ে চলুন।

০৫ ০৬
ডেটিং-এ গিয়ে নিজের সম্পর্কে সমস্ত কিছু জানাতে শুরু করবেন না। প্রথমেই নিজের এক্স-দের নিয়ে আলোচনা এড়িয়ে চলুন।<br>
বেশ কিছু দিন মেলামেশার পর তবেই আপনার ডেট-এর সঙ্গে খোলামেলা কথাবার্তা শুরু করুন।

ডেটিং-এ গিয়ে নিজের সম্পর্কে সমস্ত কিছু জানাতে শুরু করবেন না। প্রথমেই নিজের এক্স-দের নিয়ে আলোচনা এড়িয়ে চলুন।<br> বেশ কিছু দিন মেলামেশার পর তবেই আপনার ডেট-এর সঙ্গে খোলামেলা কথাবার্তা শুরু করুন।

০৬ ০৬
ডেটিং-এ গিয়ে আড়ষ্ট হয়ে বসে থাকবেন না। অথবা অতিরিক্ত প্রশ্ন করে আপনার ডেটকে জর্জরিত করবেন না।<br>
মনে রাখবেন, আপনি চাকরির ইন্টারভিউ নিতে যাননি। সহজ ভাবে কথাবার্তা চালিয়ে যান।

ডেটিং-এ গিয়ে আড়ষ্ট হয়ে বসে থাকবেন না। অথবা অতিরিক্ত প্রশ্ন করে আপনার ডেটকে জর্জরিত করবেন না।<br> মনে রাখবেন, আপনি চাকরির ইন্টারভিউ নিতে যাননি। সহজ ভাবে কথাবার্তা চালিয়ে যান।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE