Advertisement
১৬ মে ২০২৪
Friendship Story

বন্ধুকে কামড়াতে আসছে অন্য কুকুর, অ্যালসেশিয়ানের তৎপরতায় প্রাণে বাঁচল ৬ বছরের শিশু

প্রতিবেশী কুকুর আক্রমণ করতে আসছে ছোট্ট বন্ধুকে। দেখেই ঝাঁপ দু’জনের মাঝে।

এমন বন্ধু আর কে আছে?

এমন বন্ধু আর কে আছে? ছবি- সংগৃহীত

সংবাদ সংস্থা
ফ্লরিডা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২২ ১৬:৫৩
Share: Save:

মানুষের পরম বন্ধু যে কুকুর, ইতিহাস তার সাক্ষী। সে কথাই প্রমাণিত হল আরও এক বার।

সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, পোষ্য কুকুরের সঙ্গে বাড়ির সামনেই খেলছিল বছর ছয়েকের এক শিশু। হঠাৎই দূর থেকে শিশুটিকে লক্ষ্য করে ছুটে আসতে দেখা যায়, অন্য একটি কুকুরকে। হিংস্র সেই কুকুরটি যে ভাবে ছুটে আসছিল, তাতে যে কোনও মুহূর্তে বিপদ অবশ্যম্ভাবী ছিল।

দূর থেকে শিশুটির দিকে তেড়ে আসার মুহূর্তে তৎপর হয়ে যায়, ‘ট্যাঙ্ক’ নামের জার্মান সেফার্ড গোত্রের কুকুরটি অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে অন্য কুকুরটির উপর। ঘটনা বুঝতে পেরেই ছুটে আসেন ওই কুকুরটির মালিক।

তবে তার আগেই আয়ত্তে চলে আসে পুরো বিষয়টি। বিশ্বস্ত ‘ট্যাঙ্ক’ ওই শিশুটিকে একেবারে নিজের সন্তানের মতো আগলে রেখেছিল। যাতে ছোট্ট বন্ধুর কোনও ক্ষতি না হয়। তা-ও দূর থেকে ছুটে এসে শিশুটির মা কোলে তুলে নেন তাকে।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিয়োটি মন ছুঁয়ে গিয়েছে নেটাগরিকদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

German Shepherd friendship
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE