Advertisement
১৭ মে ২০২৪

কী ভাবে আপনার ডেনিম টেকাবেন বেশি দিন? জেনে নিন

ওয়ার্ডরোবের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কী? সবাই এক কথায় উত্তর দেবেন ডেনিম। সবচেয়ে বেশি কাজে এলেও বেশিদিন টেকে না ডেনিম। জেনে নিন কী ভাবে পরলে, রাখলে, কাচলে বেশিদিন টিকবে ডেনিম।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৩৫
Share: Save:

ওয়ার্ডরোবের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কী? সবাই এক কথায় উত্তর দেবেন ডেনিম। সবচেয়ে বেশি কাজে এলেও বেশিদিন টেকে না ডেনিম। জেনে নিন কী ভাবে পরলে, রাখলে, কাচলে বেশিদিন টিকবে ডেনিম।

১। কাচা: ডেনিম যত কম কাচবেন তত ভাল থাকবে। তাই বেশি ঘন ঘন কাচবেন না। এতে বেশি দিন টিকবে।

২। গরম জল: জামা কাপড় বেশি নোংরা হলে আমরা অনেক সময়ই গরম জলে কাচি। ডেনিমের ক্ষেত্রে কিন্তু এটা একেবারেই নো নো। ডেনিম সব সময় ঠান্ডা জলে কাচুন।

৩। ওয়াশিং মেশিন: গরম জলের মতোই ওয়াশিং মেশিনও ডেনিম কাচার ব্যাপারে একে বারে নো নো। এতে ডেনিম খারাপ হবে তাড়াতাড়ি। ডেনিম অবশ্যই হাতে কাচুন।

৪। উল্টো: ডেনিম কাচার সময় সব সময় উল্টো করে কাচুন। এতে রং ফিকে হবে না।

৫। শোকানো: শুধু কাচা নয়, ডেনিম কাচার পর শোকানোর সময়ও খেয়াল রাখতে হবে। মেশিনে শোকাবেন না। সময় কম থাকলেও হাওয়ায় শুকোতে দিন। এতে ডেনিম ভাল থাকবে বেশিদিন।

৬। ভিনিগার: ডেনিমের রং ধরে রাখতে কাচার সময় বালতির জলে মেশান কয়েক ফোঁটা ভিনিগার।

৭। পকেট: অনেকেই ডেনিমের পকেটে একগাদা জিনিস রাখেন। এতে পকেট ঝুলে যায়। পকেটে কম জিনিস রাখুন।

আরও পড়ুন: জিন্‌সের প্যান্টে ছোট্ট পকেটটার রহস্য কী?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

denim wardrobe jeans blue denim
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE