Advertisement
২০ মে ২০২৪
Life style

সব পুরনো ৫০০, ১০০০ টাকা ব্যাঙ্কে জমা করেছেন? এ বার কী করবেন জেনে নিন

বড় ব্যবসায়ী থেকে ছোটখাট দোকানি কিংবা চাকরিজীবী— নোট কাণ্ডের চক্করে প্রত্যেকেরই মজুত ঘরের টাকার ঠাঁই এখন ব্যাঙ্ক বা পোস্ট অফিস। পুরনো ৫০০ আর ১০০০ টাকার নোটের বেশিরভাগটাই নিজের অ্যাকাউন্টে জমা করে দিয়েছেন।

ফিক্সড ডিপোজিট: ব্যাঙ্কে আপনার আমানত ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করুন।<br> সেভিংস অ্যাকাউন্টের থেকে সুদের হারও বেশি। <br>বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের মধ্যে এটা খুবই জনপ্রিয় উপায়।

ফিক্সড ডিপোজিট: ব্যাঙ্কে আপনার আমানত ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করুন।<br> সেভিংস অ্যাকাউন্টের থেকে সুদের হারও বেশি। <br>বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের মধ্যে এটা খুবই জনপ্রিয় উপায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৬ ১১:৩০
Share: Save:

বড় ব্যবসায়ী থেকে ছোটখাট দোকানি কিংবা চাকরিজীবী— নোট কাণ্ডের চক্করে প্রত্যেকেরই মজুত ঘরের টাকার ঠাঁই এখন ব্যাঙ্ক বা পোস্ট অফিস। পুরনো ৫০০ আর ১০০০ টাকার নোটের বেশিরভাগটাই নিজের অ্যাকাউন্টে জমা করে দিয়েছেন। আর অনেকের ক্ষেত্রেই সেই টাকা হয়তো এখনই কাজে লাগবে না। তাই তা পড়েই রয়েছে সেভিংস অ্যাকাউন্টে। এমনিতেই সেভিংস অ্যাকাউন্টের সুদ অনেকটাই কম। তার উপর নোট কাণ্ডের জেরে ব্যাঙ্ক সুদও কমিয়ে দিয়েছে। এমতাবস্থায় সেই যখন টাকাটা এখনই আপনার কাজে লাগছে না, আমানতের সঠিক বিনিয়োগে অনেক বেশি রিটার্ন পেতে পারেন। গ্যালারিতে রইল তেমনই কিছু বিনিয়োগের সন্ধান। তবে মাথায় রাখবেন, কারও কথায় প্ররোচিত হবেন না, যে কোনও ক্ষেত্রে বিনিয়োগের আগে নিজে বিচার-বিবেচনা করে দেখবেন।

আরও পড়ুন: টিকালো না বোঁচা? নাক দেখেই চিনে নিন কে কেমন মানুষ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

money investment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE