বড় ব্যবসায়ী থেকে ছোটখাট দোকানি কিংবা চাকরিজীবী— নোট কাণ্ডের চক্করে প্রত্যেকেরই মজুত ঘরের টাকার ঠাঁই এখন ব্যাঙ্ক বা পোস্ট অফিস। পুরনো ৫০০ আর ১০০০ টাকার নোটের বেশিরভাগটাই নিজের অ্যাকাউন্টে জমা করে দিয়েছেন। আর অনেকের ক্ষেত্রেই সেই টাকা হয়তো এখনই কাজে লাগবে না। তাই তা পড়েই রয়েছে সেভিংস অ্যাকাউন্টে। এমনিতেই সেভিংস অ্যাকাউন্টের সুদ অনেকটাই কম। তার উপর নোট কাণ্ডের জেরে ব্যাঙ্ক সুদও কমিয়ে দিয়েছে। এমতাবস্থায় সেই যখন টাকাটা এখনই আপনার কাজে লাগছে না, আমানতের সঠিক বিনিয়োগে অনেক বেশি রিটার্ন পেতে পারেন। গ্যালারিতে রইল তেমনই কিছু বিনিয়োগের সন্ধান। তবে মাথায় রাখবেন, কারও কথায় প্ররোচিত হবেন না, যে কোনও ক্ষেত্রে বিনিয়োগের আগে নিজে বিচার-বিবেচনা করে দেখবেন।
আরও পড়ুন: টিকালো না বোঁচা? নাক দেখেই চিনে নিন কে কেমন মানুষ