Advertisement
২৬ এপ্রিল ২০২৪
International news

তাবড় রাষ্ট্রপ্রধানদের এই পোষ্যদের চেনেন কি?

এদের প্রত্যেকেরই মালিক বড় মাপের রাজনীতিক। সারা দুনিয়া যাঁদের এক নামেই চেনে। তবে এদের তুচ্ছ ভাববেন না! জনপ্রিয়তার নিরিখে এরাও কিছু কম যায় না।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৭ ১৭:৩৭
Share: Save:
০১ ০৬
লিন্নু: ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাওলি নিনিস্তো-র পোষ্য। ৫ বছরের সওলি তার মনিবের থেকেও জনপ্রিয় এখন।

লিন্নু: ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাওলি নিনিস্তো-র পোষ্য। ৫ বছরের সওলি তার মনিবের থেকেও জনপ্রিয় এখন।

০২ ০৬
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নজিব রেজাকের লোমশ, তুলতুলে চারটি বিড়াল রয়েছে। তাদের নাম লিও, কিকি, টাইগার এবং সিম্বা। হাজার ব্যস্ততার মধ্যে পোষ্যদের নিত্য নতুন ছবি পোস্ট করতে ভোলেন না প্রধানমন্ত্রী।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নজিব রেজাকের লোমশ, তুলতুলে চারটি বিড়াল রয়েছে। তাদের নাম লিও, কিকি, টাইগার এবং সিম্বা। হাজার ব্যস্ততার মধ্যে পোষ্যদের নিত্য নতুন ছবি পোস্ট করতে ভোলেন না প্রধানমন্ত্রী।

০৩ ০৬
সবচেয়ে জনপ্রিয় এবং ক্ষমতাসম্পন্ন পোষ্যের কথা বলতে গেলে একটাই নাম সামনে আসে, ল্যারি। ১০ ডাউনিং স্ট্রিটের এই পোষ্যটি ব্রিটিশ ক্যাবিনেটের চিফ মাউসার। দায়িত্বও নেহাত কম নয়। ১০ ডাউনিং স্ট্রিটকে ইঁদুরের উৎপাত থেকে মুক্ত রাখে।

সবচেয়ে জনপ্রিয় এবং ক্ষমতাসম্পন্ন পোষ্যের কথা বলতে গেলে একটাই নাম সামনে আসে, ল্যারি। ১০ ডাউনিং স্ট্রিটের এই পোষ্যটি ব্রিটিশ ক্যাবিনেটের চিফ মাউসার। দায়িত্বও নেহাত কম নয়। ১০ ডাউনিং স্ট্রিটকে ইঁদুরের উৎপাত থেকে মুক্ত রাখে।

০৪ ০৬
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর আদুরে এই বিড়াল প্যাডেলস‌্-এর একটি টুইটার অ্যাকাউন্টও রয়েছে। টুইটারে ভীষণ ভাবে ‘সক্রিয়’ প্যাডেলস‌্।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর আদুরে এই বিড়াল প্যাডেলস‌্-এর একটি টুইটার অ্যাকাউন্টও রয়েছে। টুইটারে ভীষণ ভাবে ‘সক্রিয়’ প্যাডেলস‌্।

০৫ ০৬
জানেন কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক জন ডগ লাভার? একটা নয়, তিন-তিনটে পোষ্য রয়েছে তাঁর কাছে— ভারনি, উয়ুমে এবং বাফি।

জানেন কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক জন ডগ লাভার? একটা নয়, তিন-তিনটে পোষ্য রয়েছে তাঁর কাছে— ভারনি, উয়ুমে এবং বাফি।

০৬ ০৬
রাস্তা থেকে উদ্ধার করা একটি কুকুরকে নিজের কাছে রাখতে শুরু করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন। তার নাম রাখেন টরি। শুধু টরিই নয়, মারু আর জিং জিং নামে তাঁর আরও দু’টি পোষ্য রয়েছে তাঁর।

রাস্তা থেকে উদ্ধার করা একটি কুকুরকে নিজের কাছে রাখতে শুরু করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন। তার নাম রাখেন টরি। শুধু টরিই নয়, মারু আর জিং জিং নামে তাঁর আরও দু’টি পোষ্য রয়েছে তাঁর।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE