Advertisement
১৭ মে ২০২৪

বাজারে এল মার্সিডিজের নতুন মডেল জিএলসি কুপ

মার্সিডিজের মার্সিডিজের নতুন মডেল বা নতুন প্রযুক্তি সম্বন্ধে জানতে সমান আগ্রহী থাকেন সকেলই। ২০১৬-য় আসতে চলেছে তাদের জিএলসি কুপ বাজারে আসতে চলেছে তা আগেই জানিয়েছিল মার্সিডিজ। সঙ্গে এল আরও দুই নতুন মডেল।

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৬ ১৩:২৭
Share: Save:

মার্সিডিজের মার্সিডিজের নতুন মডেল বা নতুন প্রযুক্তি সম্বন্ধে জানতে সমান আগ্রহী থাকেন সকেলই। ২০১৬-য় আসতে চলেছে তাদের জিএলসি কুপ বাজারে আসতে চলেছে তা আগেই জানিয়েছিল মার্সিডিজ। সঙ্গে এল আরও দুই নতুন মডেল।

সম্প্রতি নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শো-তে মার্সিডিজ তার তিনটি নতুন মডেল লঞ্চ করল। জিএলসি কুপ, এএমজি সি৬৩ ক্যাবরিওলেট এবং এএমজি ই৪৩ ৪ম্যাটিক।

লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই বাজার কাঁপাচ্ছে মার্সিডিজের নতুন মডেল জিএলসি কুপ। বিশেষজ্ঞদের মতে মার্সিডিজের এই নতুন মডেল প্রতিযোগিতায় ফেলবে রেঞ্জ রোভারের ইভোক কনভার্টেবল-কেও। মার্সিডিজ জিএলসি, সিএলএস এবং ই-ক্লাসের চিফ ইঞ্জিনিয়ার মাইকেল কেলজ বলেন, ‘‘ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জের থেকেও এটা আমার কাছে দারুণ আনন্দের বিষয়।’’

মার্সিডিজের জিএলকে মডেলের পরিবর্তে নিয়ে আসা নতুন জিএলসি মডেল জিএলকের থেকে দেড় ইঞ্চি ছোট আবার জিএলসি ক্রসওভার-এর থেকে তিন ইঞ্চি বড়।

মার্সিডিজের এই জিএলসি কুপ মডেলটি বাজারে দু’টি লেভেলে পাওয়া যাবে। জিএলসি৩০০ এবং এএমজি জিএলসি৪৩। এর মধ্যে জিএলসি৩০০ তে থাকছে চারটি সিলিন্ডার এবং সর্বোচ্চ ২৪১ হর্স পাওয়ারযুক্ত টার্বো চার্জড ইঞ্জিন। এএমজি জিএলসি৪৩ তে থাকছে ছয়টি সিলিন্ডার ও সর্বোচ্চ ৩৬২ হর্স পাওয়ারযুক্ত দু’টি টার্বো চার্জড ইঞ্জিন।

আরও পড়ুন: হাত ধোওয়ার সময় যে ৫ ভুল আমরা করি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mercedes auto car mercedes benz
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE