Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Dengue

ডেঙ্গি রোগীদের জন্য প্লেটলেট দাতাদের অনলাইন কমিউনিটি

ডেঙ্গি নিয়ে বিভিন্ন রকম সচেতনতামূলক অনুষ্ঠানও শুরু করেছে গোদরেজ হিট এবং অ্যাপোলো হাসপাতাল। ডেঙ্গি রোগীরা যাতে খুব সহজে প্লেটলেট পেতে পারেন তাঁর জন্য আরও বেশি মানুষকে এগিয়ে আসার আবেদন জানানো হচ্ছে।

গোদরেজের সঙ্গে এই কর্মকাণ্ডে হাত মিলিয়েছে অ্যাপোলো হাসপাতালও।

গোদরেজের সঙ্গে এই কর্মকাণ্ডে হাত মিলিয়েছে অ্যাপোলো হাসপাতালও।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৭ ১৩:২৯
Share: Save:

আতঙ্ক হয়ে উঠেছে ডেঙ্গি। দেশের নানা শহরেই। আক্রান্তের সংখ্যা বছর বছর বাড়ছে। বাড়ছে আমাদের চারপাশে ডেঙ্গিতে মৃত্যুর খবরও। পরিসংখ্যান বলছে, ২০১০ সালে গোটা দেশে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ছিল ২৮ হাজার ২৯২। সেখানে ২০১৬ সালে তা বেড়ে দাঁড়ায় ১ লক্ষ ২৯ হাজার ১৬৬তে। মৃত্যু হয়েছিল ২৪৫ জনের। ডেঙ্গি আক্রান্তদের সাহায্যে এ বার প্লেটলেট দাতাদের একটি অনলাইন কমিউনিটি তৈরি করল গোদরেজ হিট।

ডেঙ্গি জ্বরের পঞ্চম বা ষষ্ঠ দিন থেকে রোগীর প্লেটলেট কাউন্ট কমতে থাকে। এই সময় রোগীকে যদি ঠিকমতো প্লেটলেট সরবরাহ করা না যায়, তাতে জীবনসংশয় বাড়ে। এ বার অনলাইনেই প্লেটলেট দাতাদের সন্ধান মিলবে। www.godrejhit.com/trackthebite-এ গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন প্লেটলেট দানে ইচ্ছুক ব্যক্তিরা। একই সঙ্গে লঞ্চ করা হয়েছে একটি অ্যাপ। যার নাম ‘হিট- ট্র্যাক দ্য বাইট’ অ্যাপ। এখানেও প্লেটলেট দাতারা ডেঙ্গি আক্রান্তদের প্রাণ বাঁচানোর জন্য প্লেটলেট দান করার জন্য যোগাযোগ করতে পারবেন। গোদরেজের সঙ্গে এই কর্মকাণ্ডে হাত মিলিয়েছে অ্যাপোলো হাসপাতালও।

কলকাতার হেল্পলাইন নম্বর: ০৩৩-৬০৬০১০৬৬

ডেঙ্গি নিয়ে বিভিন্ন রকম সচেতনতামূলক অনুষ্ঠানও শুরু করেছে গোদরেজ হিট এবং অ্যাপোলো হাসপাতাল। ডেঙ্গি রোগীরা যাতে খুব সহজে প্লেটলেট পেতে পারেন তাঁর জন্য আরও বেশি মানুষকে এগিয়ে আসার আবেদন জানানো হচ্ছে। গোদরেজ হিট জনসচেতনতামূলক বিজ্ঞাপনও করছে এ বিষয়টি নিয়ে। গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের বিজনেস হেড সুনীল কাটারিয়া বলেন, ‘‘এ দেশে ডেঙ্গি ভয়ানক আকার ধারণ করছে। ডেঙ্গি আক্রান্তদের প্রয়োজনীয় প্লেটলেট পেতে কালঘাম ছুটে যায়। তাঁরা যাতে খুব সহজে প্লেটলেট দাতাদের সন্ধান পান, সেই কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’’

অনলাইন রেজিস্ট্রেশন করাতে এখানে ক্লিক করতে হবে

অ্যাপ ডাউনলোড করাতে এখানে ক্লিক করতে হবে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE