Advertisement
১৬ জুন ২০২৪
LifeStyle News

টাকা নয়, এ বার আপনার অনুভূতিও জমা রাখতে পারবেন এটিএমে

কখনও শুনেছেন এটিএম-এ অনুভূতি জমা রাখা যায়? আমরা তো জানি, এটিএম-এ টাকা তোলা বা জমা দেওয়া যায়, কিন্তু তা বলে অনুভূতি! এ আবার কী রকম এটিএম?

এই সেই এটিএম। ফাইল চিত্র।

এই সেই এটিএম। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৬ ১৩:০৬
Share: Save:

কখনও শুনেছেন এটিএম-এ অনুভূতি জমা রাখা যায়? আমরা তো জানি, এটিএম-এ টাকা তোলা বা জমা দেওয়া যায়, কিন্তু তা বলে অনুভূতি! এ আবার কী রকম এটিএম?

কোনও বইয়ের গল্প বা কল্পনা নয়, এটা একশো শতাংশ বাস্তব। আর এই বাস্তবকে রূপায়িত করেছে নিউজিল্যান্ড। সে দেশের ওয়াঙ্গারে এই ধরনের এটিএম বসানো হয়েছে।

কী বৈশিষ্ট্য এই মেশিনের?

মেশিনটিতে একটি স্পর্শকাতর স্ক্রিন রয়েছে। যেখানে এক হাজার রকমের অনুভুতি ইনস্টল করা আছে। স্ক্রিনে স্পর্শ করে শহরবাসীরা নিজেদের অনুভূতি জানাতে পারবেন বা জমা করতে পারবেন। তবে এক্ষেত্রে কিন্তু কোনও সুদ নেই!

এই মেশিনের সৃষ্টিকারী ভেনেসা ক্রোয়ি বলেন, “মানুষের অনুভূতি এবং অভিজ্ঞতা জানার ক্ষেত্রে যন্ত্রের কী ভূমিকা তা জানানর জন্যই এই ধরনের যন্ত্র তৈরি করার কথা মাথায় আসে।” এই ধরনের এটিএমের মাধ্যমে শহরবাসীদের অনুভূতি সম্পর্কে সহজেই ধারণা পাওয়া যাবে।

এর আগে ওয়েলিংটন এবং অকল্যান্ডে এই এটিএম বসানো হয়।

ওয়েঙ্গার প্রশাসনের এক মুখপাত্র জানান, শহরে এ ধরনের এটিএম বসানোর একমাত্র লক্ষ্য হল অর্থনৈতিক উন্নয়নের বাইরে মানুষের মনের খবর রাখা। কেমন আছে শহরের বাসিন্দারা?

আরও খবর...

এত কিছু জেনেও কি এ বার সিগারেট ঠোঁটে রাখবেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Newzealand Wanger ATM Feelings
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE