Advertisement
১৬ জুন ২০২৪
Sweets

Viral Video: গুলাব জামুনের মধ্যে রাম ইনজেক্ট করার ভিডিয়ো ভাইরাল হল নেটমাধ্যমে

মিষ্টির সঙ্গে মদ পেলে কার না ভাল লাগে। সেই মজায় মেতেছে নেটমাধ্যম। গুলাব জামুনের মধ্যে রাম ইনজেক্ট করার ভিডিয়ো ভাইরাল!

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৯
Share: Save:

মদ-মিষ্টি দুই-ই পছন্দ? তা হলে এই ভাইরাল ভিডিয়ো আপনার পছন্দ হবেই। গরম গরম গুলাব জামুন তৈরি। তাতে ইনজেকশন দিয়ে ঢোকানো হচ্ছে ‘ওল্ড মঙ্ক’ রাম। শুনেই লোভনীয় লাগছে তো? তা হলে ফেসবুকের এই ভাইরাল ভিয়িয়ো দেখে নিন।

গত মাসে পোস্ট করা হয়েছিল এই ভিডিয়ো। দ্রুত তা দেখে ফেলেছেন ৫০ লক্ষেরও বেশি নেটাগরিক। ১১ হাজার শেয়ারও হয়ে গিয়েছে। নেটাগরিকরা এই খাবারের নিত্য নতুন নামও দিচ্ছেন। কেউ বলছেন, এগুলি রাম বল, কেউ বলছেন মঙ্কগুল্লা। বাদলা দিনে এই মিষ্টি আপনিও চেখে দেখতে পারেন।

এমনিতে মদ্যপান করার পর অনেকেই মিষ্টিমুখ করতে পছন্দ করেন। তাঁদের জন্য এই অভিনব ভাবনা অবশ্যই সুখবর নিয়ে এসেছে। পরের পার্টির মেনুতে তাঁরা ‘মঙ্কগুল্লা’ রাখবেন, তা ঠিকও করে ফেলেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sweets Viral Videos
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE