Advertisement
১৭ মে ২০২৪
Technology

Cybercrime: ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ফোনে কোন কোন তথ্য জমাবেন না, সতর্ক করল এসবিআই

কী ভাবে অনলাইন জালিয়াতি থেকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন? হালে এসবিআই-এর তরফে নেটমাধ্যমে সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ফোন কী ভাবে ব্যবহার করবেন?

ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ফোন কী ভাবে ব্যবহার করবেন? ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ১০:৫৫
Share: Save:

নিরন্তর বাড়ছে অনলাইনে জালিয়াতির সংখ্যা। প্রতিদিনই কেউ না কেউ শিকার হচ্ছেন এই ধরনের ঘটনার। ফোন থেকে চুরি হয়ে যাচ্ছে ব্যক্তিগত তথ্য। খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

কী ভাবে অনলাইন জালিয়াতি থেকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন? হালে এসবিআই-এর তরফে নেটমাধ্যমে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। দেখে নেওয়া যাক, কী বলা হয়েছে সেখানে।

• নেটমাধ্যমে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্য কখনও প্রকাশ করবেন না।

• টিকাকরণ শংসাপত্র বা অন্য কোনও ধরনের শংসাপত্রের ছবি নেটমাধ্যমে দেবেন না।

• ভাল করে না চিনে কাউকে অনলাইনে টাকা পাঠাবেন না।

• কোনও লিংক সম্পর্কে ভাল করে না জেনে, সেই লিংক-এ ক্লিক করবেন না।

• ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য কাউকে বলবেন না।

• ভুল তথ্য দেওয়া মেসেজ সম্পর্কে সাবধান থাকুন।

এসবিআই-এর তরফে ফোন ব্যবহার নিয়ে সতর্ক করা হয়েছে।

এসবিআই-এর তরফে ফোন ব্যবহার নিয়ে সতর্ক করা হয়েছে।

এর বাইরেও সাইবার অপরাধ বিশেষজ্ঞেরা সাবধান করছেন আরও কয়েকটি বিষয়ে। বলছেন, ফোনে কিছু তথ্য না রাখতে। সেগুলি থাকলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লোপাট হয়ে যেতে পারে টাকা। দেখে নেওয়া যাক সেগুলি কী কী।

• ডেবিট বা ক্রেডিট কার্ডের ছবি তুলে ফোনে রাখবেন না। ফোন কারও হাতে গেলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর নিরাপদ থাকবে না।

• ফোনের বা কম্পিউটারের ব্রাউজারে ব্যাঙ্কের পাসওয়ার্ড সেভ করবেন না।

• ফোনের ভিতরে কোথাও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্য লিখে রাখবেন না।

• এটিএম কার্ডের পিন নম্বরটি ফোনের কোথাও লিখে রাখবেন না। ওটি মনে রাখুন শুধু।

• কোনও অচেনা অ্যাপ ফোনে ডাউনলোড করবেন না।

• অসাধু ব্যক্তিরা অনেক সময়ে ব্যাঙ্ককর্মী সেজে ফোন করে ফোনে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে বলে। এটি কখনও করবেন না। কারণ প্রকৃত ব্যাঙ্ককর্মীরা এই ধরনের কোনও কাজ করতে বলেন না।

• ব্যাঙ্ক সংক্রান্ত কোনও তথ্য ফোনে কাউকে দেবেন না। ব্যাঙ্ককর্মীদের কিছু জানাতে হলে শাখায় গিয়ে জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Banking Technology Online Fraud net banking
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE