Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Lifestyle News

‘টেক্সট স্টেটাস’ ফিরিয়ে আনল হোয়াটস‌্অ্যাপ

গ্রাহকদের অনুরোধে ফের পুরনো ‘টেক্সট স্টেটাস’ ফিরিয়ে আনল হোয়াটস‌্অ্যাপ।তবে অ্যান্ড্রয়েড ব্যাবহারকারীদের ফোনেই এই স্টেটাস ফিরিয়ে আনা হয়েছে আপাতত। আইফোনেও খুব শীঘ্রই ফিরিয়ে আনা হবে বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ১৩:৫০
Share: Save:

গ্রাহকদের অনুরোধে ফের পুরনো ‘টেক্সট স্টেটাস’ ফিরিয়ে আনল হোয়াটস‌্অ্যাপ।

তবে অ্যান্ড্রয়েড ব্যাবহারকারীদের ফোনেই এই স্টেটাস ফিরিয়ে আনা হয়েছে আপাতত। আইফোনেও খুব শীঘ্রই ফিরিয়ে আনা হবে বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

প্রতিনিয়তই কোনও কোনও ক্ষেত্রে এই ধরনের অ্যাপগুলোতে পরিবর্তন আনা হয়। তা সে, বেটার লুক হোক বা ফিচার। হোয়াট‌্সঅ্যাপও তাই করেছিল। আগে যেমন স্টেটাস-এ গিয়ে নিজের ইচ্ছেমতো টেক্সট লিখতে পারতেন, পুরনো হয়ে গিয়েছে মনে হওয়ায় সেটা তুলে দিল হোয়াট‌্সঅ্যাপ।

কিন্তু দুম করে পরিবর্তন বললেই তো আর হয় না। বিশেষ করে অনেক ক্ষেত্রে দেখা যায়, পুরনোটাকেই বেশি গ্রহণ করছেন গ্রাহকরা। হোয়াটস‌্অ্যাপ স্টেটাসের ক্ষেত্রেও তা-ই হয়েছে। অগত্যা বিপুল সংখ্যক গ্রাহকদের মন রাখতে পুরনোকে ফিরিয়ে দেওয়া!

কী ভাবে পুরনো হোয়াটস‌্অ্যাপ টেক্সট স্টেটাস ফিরে পাবেন?

আরও পড়ুন: সম্পর্কে এই লক্ষণগুলো থাকা মানে আপনি মানসিক নিপীড়নের শিকার

তবে সংস্থাটি জানিয়েছে, পুরনো স্টেটাস গ্রাহকরা ফিরে পেলেও, নতুনটা রিমুভ হয়ে গিয়েছে ভাববেন না। নতুন স্টেটাসটাও থাকবে আপনার ফোনেই। তবে সেটা আলাদা ট্যাবে। কোনও ভাবেই নতুনটাকে ডিসএবেল করা যাবে না।

যে নতুন স্টেটাস নিয়ে এত হইচই, আদতে সেই ফিচারটিতে কী রয়েছে?

পুরনো স্টেটাসে আপনার মনের ভাব ব্যক্ত করে টেক্সট স্টেটাস লিখতে পারতেন। নতুন স্টেটাসে সেই বিষয়টাকে সরিয়ে দিয়ে ছবি ও ভিডিও-বেসড স্টেটাস করে দেওয়া হয়েছে। আর এখানেই আপত্তি গ্রাহকদের।

সুতরাং, আর রাগ-ঢাক নয়, স্টেটাস লিখুন পুরনো মেজাজেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Whatsapp Text Status
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE