Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Lifestyle News

হোয়াট্‌সঅ্যাপ-এ এগুলিও করা যায় জানতেন!

অফিসের কাজেই হোক বা বন্ধুদের সঙ্গে গালগল্প করা— হোয়াট্‌সঅ্যাপ ছাড়া অনেকেরই যেন জীবন অচল। কিন্তু জানেন কি, হোয়াট্‌সঅ্যাপের মাধ্যমে শুধুমাত্র কথাবার্তা বলা বা ফাইল চালাচালি করা ছাড়াও আরও অনেক কিছু করা যায়। সেগুলি কী কী তা জেনে নিন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৭ ১৮:৩৫
Share: Save:
০১ ০৯
পিন ইওর চ্যাটস: হোয়াটস্‌অ্যাপে গুরুত্বপূর্ণ চ্যাটকে একদম ওপরে রাখতে এটি ব্যবহার করা হয়। নতুন আপডেটে ফিচারটি যোগ করা হয়েছে।

পিন ইওর চ্যাটস: হোয়াটস্‌অ্যাপে গুরুত্বপূর্ণ চ্যাটকে একদম ওপরে রাখতে এটি ব্যবহার করা হয়। নতুন আপডেটে ফিচারটি যোগ করা হয়েছে।

০২ ০৯
জানেন কি হোয়াটস্‌অ্যাপে আপনি অ্যানিমেটেড জিফ-ও বানাতে পারেন।

জানেন কি হোয়াটস্‌অ্যাপে আপনি অ্যানিমেটেড জিফ-ও বানাতে পারেন।

০৩ ০৯
কাউকে ছবি পাঠানোর সময়ে সেই ছবি এডিট করে, তার উপর কিছু লিখে এবং ইমোজি দিয়েও পাঠাতে পারবেন।

কাউকে ছবি পাঠানোর সময়ে সেই ছবি এডিট করে, তার উপর কিছু লিখে এবং ইমোজি দিয়েও পাঠাতে পারবেন।

০৪ ০৯
হোয়াটস্‌অ্যাপে কাউকে যখন আমরা টেক্সট মেসেজ পাঠাই, সেই মেসেজ বোল্ড বা ইটালিক্সও করা যাবে।

হোয়াটস্‌অ্যাপে কাউকে যখন আমরা টেক্সট মেসেজ পাঠাই, সেই মেসেজ বোল্ড বা ইটালিক্সও করা যাবে।

০৫ ০৯
হোয়াটস্‌অ্যাপে কাউকে যখন আমরা টেক্সট মেসেজ পাঠাই, সেই মেসেজ বোল্ড বা ইটালিক্সও করা যাবে।

হোয়াটস্‌অ্যাপে কাউকে যখন আমরা টেক্সট মেসেজ পাঠাই, সেই মেসেজ বোল্ড বা ইটালিক্সও করা যাবে।

০৬ ০৯
হোয়াটস্‌অ্যাপে ভাষা বদলও করা যাবে। সেখানে রয়েছে বাংলাও।

হোয়াটস্‌অ্যাপে ভাষা বদলও করা যাবে। সেখানে রয়েছে বাংলাও।

০৭ ০৯
অ্যাড কনভার্সাসেশন শর্টকাটস: এই ফিচারটি ব্যবহার করে আমরা পছন্দের বন্ধুদের চ্যাট শর্টকাট করে রাখতে পারি।

অ্যাড কনভার্সাসেশন শর্টকাটস: এই ফিচারটি ব্যবহার করে আমরা পছন্দের বন্ধুদের চ্যাট শর্টকাট করে রাখতে পারি।

০৮ ০৯
কাস্টমাইজ নোটিফিকেশন: এই ফিচারটি ব্যবহার করে আমরা পছন্দের বন্ধুদের জন্য আলাদা আলাদা নোটিফিকেশন সাউন্ড ব্যবহার করতে পারি।

কাস্টমাইজ নোটিফিকেশন: এই ফিচারটি ব্যবহার করে আমরা পছন্দের বন্ধুদের জন্য আলাদা আলাদা নোটিফিকেশন সাউন্ড ব্যবহার করতে পারি।

০৯ ০৯
সুইসাইড হটলাইন নাম্বারস: ফিচারটি সম্বন্ধে খুব একটা বেশি মানুষ জানেন না। সিকিউরিটি এবং প্রাইভেসি সম্বন্ধে কিছু প্রশ্ন থাকলে এখান থেকে জানা যায়।

সুইসাইড হটলাইন নাম্বারস: ফিচারটি সম্বন্ধে খুব একটা বেশি মানুষ জানেন না। সিকিউরিটি এবং প্রাইভেসি সম্বন্ধে কিছু প্রশ্ন থাকলে এখান থেকে জানা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE