Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Lifestyle News

শুধু মেসেজ নয়, ছবি, ভিডিও এ বার হবে আপনার হোয়াটসঅ্যাপ স্টেটাস

এত দিন পর্যন্ত শুধু মাত্র ইউরোপের ইউজাররাই ব্যবহার করতে পারতেন হোয়াটসঅ্যাপের রিভ্যাম্প স্টেটাস ফিচার। এ বার থেকে সারা বিশ্বের ইউজাররাই ব্যবহার করতে পারবেন এই নতুন ফিচার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৪৯
Share: Save:

এত দিন পর্যন্ত শুধু মাত্র ইউরোপের ইউজাররাই ব্যবহার করতে পারতেন হোয়াটসঅ্যাপের রিভ্যাম্প স্টেটাস ফিচার। এ বার থেকে সারা বিশ্বের ইউজাররাই ব্যবহার করতে পারবেন এই নতুন ফিচার। আইফোন, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ, সব ডিভাইসেই ব্যবহার করা যাবে এই নতুন হোয়াটসঅ্যাপ স্টেটাস।

কী এই হোয়াটসঅ্যাপ স্টেটাস

এত দিন পর্যন্ত ইউজাররা টেক্সটের মাধ্যমে নিজেদের স্টেটাস আপডেট দিতেন। এই নতুন রিভ্যাম্পড স্টেটাসের সাহায্যে ছোট ভিডিও বা ফোটোর মাধ্যমে স্টেটাস আপডেট দিতে পারবেন ইউজাররা।

হোয়াটসঅ্যাপ স্টেটাসের মাধ্যমে কী সেট করা যাবে?

এই ফিচারের মাধ্যমে ইউজাররা বন্ধুদের সঙ্গে ছবি, ভিডিও ও কনট্যাক্টস শেয়ার করতে পারবেন। চ্যাটের মতো স্টেটাস আপডেটও হবে ওয়ান-টু-ওয়ান এনক্রিপটেড। স্টেটাস আপডেট দেওয়ার ২৪ ঘণ্টা পর তা আপনা থেকেই মুছে যাবে। ২৪ ফেব্রুয়ারি হোয়াটসঅ্যাপের অষ্টম জন্মদিনে হোয়াটসঅ্যাপ সিইও ও সহ-প্রতিষ্ঠাতা জান কউম বলেন, “আজ থেকে আইফোন, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ইউজাররা এই স্টেটাস আপডেটের মাধ্যমে বন্ধুদের সঙ্গে ফোটো, ভিডিও, জিফ ফাইল শেয়ার করতে পারবেন।” চলতি সপ্তাহের শুরুতেই হোয়াটসঅ্যাপের প্রডাক্ট ম্যানেজার রানডাল সরাফা জানান, ব্রডকাস্ট লিস্ট, মিডিয়া শেয়ারিং ও স্টেটাস, এই তিন নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ।

আরও পড়ুন: ইউটিউব ভিডিও'র শুরুতে ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন বন্ধ হতে চলেছে

কে আমার হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখতে পাবে

লাস্ট সিন অপশনের মতোই এ ক্ষেত্রেও ইউজাররা ‘হু ক্যান সি ইউর হোয়াটসঅ্যাপ স্টেটাস’ টুইক করতে পারবেন। তিনটি অপশন হল মাই কনট্যাক্টস, মাই কনট্যাক্টস একসেপ্ট ও ওনলি শেয়ার উইথ। সাধারণ ভাবে ক্রিয়েটেড হোয়াটসঅ্যাপ স্টেটাস আপডেট সব কনট্যাক্টের কাছেই ভিজিবল হবে। কোনও ইউজার ছবি বা ভিডিও দিয়ে স্টেটাস বদল করলে ভিউ কাউন্টে একদম নীচে আই আইকন দেখতে পাবেন। এই আইকন ট্যাপ করলে সব কনট্যাক্টের লিস্ট দেখতে পাবেন। তার মধ্যে থেকে নিজের পছন্দ মতো কনট্যাক্ট বেছে নিতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে রিড রিসিপ্টস অপশন এনাবল করতে হবে। রিড রিসিপ্টস ডিসেবল থাকলে হোয়াটসঅ্যাপ নোট আসবে, ‘‘কান্ট সি ভিউস বিকজ ইউ ডিসএবলড রিড রিসিপটস।’’

আর কী নতুন রয়েছে এই ফিচারে

স্ক্রিনের বাঁ দিকে দেখতে পাবেন ক্যামেরা ট্যাব। যার সাহায্যে সহজেই ছবি তুলে বা ভিডিও রেকর্ড করে স্টেটাস আপডেট হিসেবে ব্যবহার করতে পারবেন বা শেয়ার করতে পারবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Whatsapp Status Whatsapp Revamp Status
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE